নিজস্ব প্রতিবেদক ও সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কুমিরা থেকে ছেড়ে আসা স্পিডবোট কালবৈশাখীর কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবে যাওয়ার ঘটনায় নুসরাত জাহান আনিকা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত নুসরাত জাহান মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে।
জানা যায়, আজ সকাল ৯টার দিকে স্পিডবোটটি সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় স্পিডবোটটি কালবৈশাখীর কবলে পড়ে। স্পিডবোট গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গেলে সেটি উল্টে যায়। দুর্ঘটনাকবলিত স্পিডবোটে মোট ২০ জন যাত্রী ছিল। এ সময় আহত অবস্থায় নুসরাত জাহানকে সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও এক ছেলে শিশু নিখোঁজ রয়েছে।
এদিকে আহতদের দেখতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে স্বর্ণদ্বীপ হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাঁরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, অবৈধ ফিটনেসবিহীন স্পিডবোট, অদক্ষ চালক ও ঘাট কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। কালবৈশাখী দেখেও কেন স্পিডবোট ছাড়া হলো—এ বিষয়ে কোস্ট গার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখীতে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে একটি স্পিডবোট ডুবে যায়। খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জোনাল কমান্ডার আরও বলেন, ঝড়ের কবলে শুধু গুপ্তছড়া ঘাটে স্পিডবোটডুবি নয়, বন্দরের বহির্নোঙরে থাকা কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, স্পিডবোটটি ২০ জন যাত্রী নিয়ে কুমিরা ঘাট থেকে ছেড়েছিল। তাঁদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের মধ্যে নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
চট্টগ্রামের কুমিরা থেকে ছেড়ে আসা স্পিডবোট কালবৈশাখীর কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবে যাওয়ার ঘটনায় নুসরাত জাহান আনিকা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত নুসরাত জাহান মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে।
জানা যায়, আজ সকাল ৯টার দিকে স্পিডবোটটি সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় স্পিডবোটটি কালবৈশাখীর কবলে পড়ে। স্পিডবোট গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গেলে সেটি উল্টে যায়। দুর্ঘটনাকবলিত স্পিডবোটে মোট ২০ জন যাত্রী ছিল। এ সময় আহত অবস্থায় নুসরাত জাহানকে সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও এক ছেলে শিশু নিখোঁজ রয়েছে।
এদিকে আহতদের দেখতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে স্বর্ণদ্বীপ হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাঁরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, অবৈধ ফিটনেসবিহীন স্পিডবোট, অদক্ষ চালক ও ঘাট কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। কালবৈশাখী দেখেও কেন স্পিডবোট ছাড়া হলো—এ বিষয়ে কোস্ট গার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখীতে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে একটি স্পিডবোট ডুবে যায়। খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জোনাল কমান্ডার আরও বলেন, ঝড়ের কবলে শুধু গুপ্তছড়া ঘাটে স্পিডবোটডুবি নয়, বন্দরের বহির্নোঙরে থাকা কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, স্পিডবোটটি ২০ জন যাত্রী নিয়ে কুমিরা ঘাট থেকে ছেড়েছিল। তাঁদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের মধ্যে নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
মানিকগঞ্জের ঘিওরে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রী লায়লা আরজুকে (৬০) গলা কেটে হত্যা করেছেন তাঁর স্বামী সেকেন্দার আলী (৬৬)। উপজেলার রাথুরা গ্রামে ১৫ জানুয়ারি গলা কেটে এক নারীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তাঁর স্বামী আদালতে জবানবন্দিতে এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
১২ মিনিট আগেরাজধানীর বনানীর বাসায় বাথরুমে ধূমপান করতে লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর অবস্থার অবনতি হয়েছে। তাঁকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল তাঁর চিকিৎসার জন্য ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়...
১২ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
৪১ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে