উখিয়া শিবিরে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা, পানির ট্যাংকের পাশে মিলল লাশ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
প্রকাশ : ০২ জুন ২০২৩, ১৭: ১২
আপডেট : ০২ জুন ২০২৩, ১৭: ৪৬

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে মো. রিদুয়ান (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় একটি পানির ট্যাংকের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। 

নিহত মো. রিদুয়ান পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৬ ব্লকের হাসু মিয়ার ছেলে। 

হত্যাকাণ্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটি ঘটতে পারে।’ 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোহাম্মদ আলী জানান, ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আজ ভোরে অজ্ঞাত ১০-১৫ জন এসে রিদুয়ানকে কুপিয়ে হত্যা করে। তাঁর লাশ স্থানীয় একটি পানির ট্যাংকের পাশে রেখে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

হত্যাকাণ্ডের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কাজ চলার কথা জানান ওসি মোহাম্মদ আলী। তিনি বলেন, রিদুয়ানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ছয় মাসে রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৩৫ জন রোহিঙ্গা নিহত হয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত