মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনার তদারকি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়ম রোধে ও শিক্ষার মান উন্নয়নে এই কাজ করছে ডিআইএ।
ডিআইএ নিরীক্ষা ও পরিদর্শনের তালিকাভুক্ত মিরসরাই উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, ওসমানপুর উচ্চ বিদ্যালয়, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা, কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা, মির্জাপুর বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আহমদিয়া হাবিবিয়া ঘনিয়া মাদ্রাসা ও করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়।
বিভিন্ন বিদ্যালয়ে ডিআইএয়ের নিরীক্ষা ও পরিদর্শনের বিষয়ের সত্যতা নিশ্চিত করেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। তিনি বলেন, ‘অডিট হলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকেরা নিয়মিত প্রতিষ্ঠানের আয় ব্যয় ভাউচার নিরীক্ষা করলে প্রতিষ্ঠানগুলোর আর কোনো সমস্যা থাকে না। এ জন্য অডিট হওয়া প্রয়োজন।’
গত ১২ অক্টোবর প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এ সময় শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সী ও অডিট অফিসার ফিরোজ হোসেনসহ তালিকাভুক্ত ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের উপস্থিত ছিলেন। ১৮ অক্টোবরের বুধবারের মধ্যে তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ও শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য নিরীক্ষা ও পরিদর্শন শেষ হবে। গত ১০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
গত রোববার শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সী বলেন, ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র অধিদপ্তর। প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলো অডিট করার নিয়ম থাকলেও অধিদপ্তরের জনবল সংকটের কারণে তা সম্ভব হয় না। এই যেমন মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ২০০৭ সালে একবার অডিট হয়েছে এরপর এখন অডিট হচ্ছে। এ ছাড়া মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা ১২ বছর পর অডিট হচ্ছে।’
অনেক বছর পরিদর্শন না হওয়ায় প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয় ও নিয়োগ সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি হয় বলে জানান সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী। তিনি বলেন, ‘তবে তুলনামূলক বেশি অসংগতি পাওয়া যায়নি মিরসরাইতে। ভবিষ্যতে অটোমেশনে অডিট হলে কাজ আরও দ্রুত হবে।’
সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী বলেন, ‘পরিদর্শনের সময় প্রতিষ্ঠানে বরাদ্দ করা জাতীয় বাজেটের সদ্ব্যবহার, সঠিক হিসাব সংরক্ষণ, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে নির্দেশনা এবং পরিদর্শনকালে চিহ্নিত অনিয়মিত ব্যয় ও তছরুপ সম্পর্কে প্রমাণ থাকলে মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করা হয়।’
এ বিষয়ে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ একরামুল হক বলেন, ‘নিরীক্ষা ও পরিদর্শকদের চাহিদা অনুযায়ী আমাদের প্রতিষ্ঠান এবং সব শিক্ষকদের তথ্য ১৭ অক্টোবর জমা দেব।’
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবচার উদ্দিন বলেন, ‘১২ অক্টোবর আমাদের কলেজে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি কর্মশালা আয়োজন করে মন্ত্রণালয়ের পরিদর্শকেরা। কর্মশালা শেষে কলেজে অডিট করেছেন সংশ্লিষ্টরা। শিক্ষক নিয়োগ, প্রতিষ্ঠানের আয় ব্যয়সহ ৫৩টি খাতের সব তথ্য ১৬ অক্টোবর অডিট টিমের কাছে পৌঁছাতে হবে।’
চট্টগ্রামের মিরসরাইয়ের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনার তদারকি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়ম রোধে ও শিক্ষার মান উন্নয়নে এই কাজ করছে ডিআইএ।
ডিআইএ নিরীক্ষা ও পরিদর্শনের তালিকাভুক্ত মিরসরাই উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, ওসমানপুর উচ্চ বিদ্যালয়, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা, কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা, মির্জাপুর বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আহমদিয়া হাবিবিয়া ঘনিয়া মাদ্রাসা ও করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়।
বিভিন্ন বিদ্যালয়ে ডিআইএয়ের নিরীক্ষা ও পরিদর্শনের বিষয়ের সত্যতা নিশ্চিত করেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। তিনি বলেন, ‘অডিট হলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকেরা নিয়মিত প্রতিষ্ঠানের আয় ব্যয় ভাউচার নিরীক্ষা করলে প্রতিষ্ঠানগুলোর আর কোনো সমস্যা থাকে না। এ জন্য অডিট হওয়া প্রয়োজন।’
গত ১২ অক্টোবর প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এ সময় শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সী ও অডিট অফিসার ফিরোজ হোসেনসহ তালিকাভুক্ত ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের উপস্থিত ছিলেন। ১৮ অক্টোবরের বুধবারের মধ্যে তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ও শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য নিরীক্ষা ও পরিদর্শন শেষ হবে। গত ১০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
গত রোববার শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সী বলেন, ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র অধিদপ্তর। প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলো অডিট করার নিয়ম থাকলেও অধিদপ্তরের জনবল সংকটের কারণে তা সম্ভব হয় না। এই যেমন মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ২০০৭ সালে একবার অডিট হয়েছে এরপর এখন অডিট হচ্ছে। এ ছাড়া মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা ১২ বছর পর অডিট হচ্ছে।’
অনেক বছর পরিদর্শন না হওয়ায় প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয় ও নিয়োগ সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি হয় বলে জানান সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী। তিনি বলেন, ‘তবে তুলনামূলক বেশি অসংগতি পাওয়া যায়নি মিরসরাইতে। ভবিষ্যতে অটোমেশনে অডিট হলে কাজ আরও দ্রুত হবে।’
সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী বলেন, ‘পরিদর্শনের সময় প্রতিষ্ঠানে বরাদ্দ করা জাতীয় বাজেটের সদ্ব্যবহার, সঠিক হিসাব সংরক্ষণ, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে নির্দেশনা এবং পরিদর্শনকালে চিহ্নিত অনিয়মিত ব্যয় ও তছরুপ সম্পর্কে প্রমাণ থাকলে মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করা হয়।’
এ বিষয়ে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ একরামুল হক বলেন, ‘নিরীক্ষা ও পরিদর্শকদের চাহিদা অনুযায়ী আমাদের প্রতিষ্ঠান এবং সব শিক্ষকদের তথ্য ১৭ অক্টোবর জমা দেব।’
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবচার উদ্দিন বলেন, ‘১২ অক্টোবর আমাদের কলেজে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি কর্মশালা আয়োজন করে মন্ত্রণালয়ের পরিদর্শকেরা। কর্মশালা শেষে কলেজে অডিট করেছেন সংশ্লিষ্টরা। শিক্ষক নিয়োগ, প্রতিষ্ঠানের আয় ব্যয়সহ ৫৩টি খাতের সব তথ্য ১৬ অক্টোবর অডিট টিমের কাছে পৌঁছাতে হবে।’
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে