নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় জাল জব্দ ও জরিমানা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষেধাজ্ঞা অমান্য করে তিতাস নদীতে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট ও রিং জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এই অভিযান পরিচালনা করেন। এ ছাড়া নৌকায় সাউন্ড বক্স বাজিয়ে উচ্চ স্বরে গান বাজনা করায় আরেকজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এর আগে গতকাল মধ্যরাত থেকে (১২ অক্টোবর) প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জেলের কাছে পাওয়া পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং আরেকজনকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত