২২ দিন পর ইলিশ ধরে খুশি জেলেরা, হাটে দাম কম

লক্ষ্মীপুর প্রতিনিধি
Thumbnail image
লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাটে বিক্রির জন্য ইলিশ নিয়ে বসেছেন মাছ ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

নিষেধাজ্ঞা শেষে ২২ দিন পর লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরা পুরোদমে শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। জালে পরিমাণ মতো ইলিশ ধরা পড়ায় খুশি জেলেরা। দামও তুলনামূলক কম।

চলতি মৌসুমে অভিযান সফল হওয়ায় মাছের উৎপাদন বাড়ার আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি বলেন, ইলিশের আকার বড়। বেশির ভাগ ইলিশ ডিম ছেড়েছে ফলে পেটে ডিম নেই। লক্ষ্মীপুরে ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৫০০ মেট্রিক টন। যা গত বছরের চেয়ে ৫ হাজার মেট্রিক টন বেশি।

জেলেরা জানান, ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল। মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদীতে মাছ শিকারে নামছেন জেলেরা। জালেও ধরা পড়ছে প্রচুর ইলিশ। তবে বেশির ভাগ মা ইলিশ ডিম ছেড়েছে। মাছের আকার অনেক বড়। দাম কমেছে। আজকের মতো যদি সব সময় এইভাবে ইলিশ পাওয়া যায়, তাহলে কিস্তির টাকা ও সংসার চালাতে আর কোনো কষ্ট হবে না জেলেদের। তাঁরা বেশ খুশি।

মজুচৌধুরীরহাট ঘাটের জেলে কালাম ও মারফত উল্যাহ বলেন, নিষেধাজ্ঞা শেষে মেঘনায় জালে ধরা পড়ছে রুপালী ইলিশ। নিষেধাজ্ঞার ২২ দিন অলস সময় কাটিয়েছি। এখন মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছি। তবে জালে মাছ ধরা পড়ায় খুশি লাগছে। আজকে যে মাছ পাওয়া গেছে, সেটা গত কয়েক বছরের তুলনায় আকারে অনেক বড়।

হাটে ভালো মাছ পাওয়া যাচ্ছে। দাম তুলনামূলক ক্রেতা ও বিক্রেতার নাগালে বলে জানান মতিরহাটের আড়তদার লিটন। তিনি বলেন, এই হাটে আজ সকাল ১০টা পর্যন্ত প্রায় ২০ লাখ টাকার মাছ আমদানি ও রপ্তানি হয়েছে। এক কেজি ওজনের প্রতি হালি (চারটি) ইলিশ সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে। নিষেধাজ্ঞার আগে প্রতি হালি বিক্রি হয়েছে সাড়ে ছয় হাজার থেকে সাড়ে আট হাজার টাকা।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ বন্ধ ছিল।

জেলা মৎস্য অফিস সূত্রে আরও জানা গেছে, লক্ষ্মীপুরে প্রায় ৫২ হাজার জেলে রয়েছেন। তাঁদের মধ্যে নিবন্ধিত রয়েছেন ৪২ হাজার জেলে। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে মাছ শিকার করে থাকেন এসব জেলে। এই এলাকার মধ্যে ছোট-বড় প্রায় ৩০টি মাছ ঘাট রয়েছে। এবার ২২ দিনের নিষেধাজ্ঞার সময় ৩৯ হাজার ৭৫০ জন জেলের মধ্যে ৯৯৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত