নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দুজনকে সাত ও পাঁচ দিনের করে রিমান্ডে দিয়েছেন আদালত। আজ শুক্রবার চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের পৃথক এই রিমান্ডের আদেশ দেন।
আসামিরা হলে—চন্দন (৩৫) ও রিপন দাস (২৭)। এদের মধ্যে চন্দন আলিফ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি। অন্যদিকে নগরের চকবাজারে একটি ফার্মেসি দোকানের কর্মচারি রিপন এই মামলার তদন্তেপ্রাপ্ত আসামি।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সাইফুল হত্যা মামলার দুই আসামিকে আজ শুক্রবার আদালতে তোলা হয়। এ সময় তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আসামি চন্দনকে সাতদিনের এবং রিপনকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত বুধবার (৫ ডিসেম্বর) রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় ভৈরব রেলস্টেশন থেকে চন্দনকে এবং পরদিন গতকাল বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে রিপনকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় পাওয়া সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বলেছে, ঘটনার দিন হেলমেট পরে চন্দন কিরিচ দিয়ে আইনজীবী আলিফকে কোপান। অন্যদিকে রিপন দাস হাতে বটি নিয়ে তাড়া করছিল। তিনিও হেলমেট পরেছিলেন।
এর আগে অভিযুক্ত দুই আসামিকে আদালতে তোলার সময় আদালত এলাকায় পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার করে। আসামিদের রিমান্ড মঞ্জুরের পর হত্যাকারীদের ফাঁসির দাবিতে আইনজীবীরা বিক্ষোভ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে আসামিকে প্রিজন ভ্যানে কারাগারে নেওয়ার সময় তাঁর অনুসারীরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুর চালায়।
এ সময় আদালত এলাকায় ভাঙচুরের প্রতিবাদে একদল বিক্ষোভকারীকে আদালত সংলগ্ন মেথরপট্টি এলাকায় ধাওয়া দেয় আইনজীবীদের একটি অংশ। সেখান থেকে পাল্টা ধাওয়া খেয়ে একা পেয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
চট্টগ্রাম আদালতে ওইদিনের সংঘর্ষ ও হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৬টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের হওয়ার তিনটি মামলার বাদী হচ্ছে পুলিশ। গত ২৭ নভেম্বর কোতোয়ালী থানায় মামলাগুলো দায়ের হয়।
এরপর ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টার পর (মামলা রেকর্ডের তারিখ ৩০ নভেম্বর) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে আসামি করে হত্যা মামলা করে নিহতের বাবা। একই সময় আদালতে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে ১১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০০–৫০০শ জনকে আসামি করে আরও একটি মামলা করেন আলিফের বড়ভাই খানে আলম।
সর্বশেষ গত ৪ ডিসেম্বর ঘটনার দিন আহত এক ব্যবসায়ী কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৯ জনের নামে ও অজ্ঞাতনামা ৪০–৫০ জনকে আসামি করে কোতোয়ালী থানায় আরও একটি মামলা করেন। পুলিশ জানায়, আইনজীবী আলিফ হত্যা মামলায় এই পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছে।
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দুজনকে সাত ও পাঁচ দিনের করে রিমান্ডে দিয়েছেন আদালত। আজ শুক্রবার চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের পৃথক এই রিমান্ডের আদেশ দেন।
আসামিরা হলে—চন্দন (৩৫) ও রিপন দাস (২৭)। এদের মধ্যে চন্দন আলিফ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি। অন্যদিকে নগরের চকবাজারে একটি ফার্মেসি দোকানের কর্মচারি রিপন এই মামলার তদন্তেপ্রাপ্ত আসামি।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সাইফুল হত্যা মামলার দুই আসামিকে আজ শুক্রবার আদালতে তোলা হয়। এ সময় তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আসামি চন্দনকে সাতদিনের এবং রিপনকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত বুধবার (৫ ডিসেম্বর) রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় ভৈরব রেলস্টেশন থেকে চন্দনকে এবং পরদিন গতকাল বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে রিপনকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় পাওয়া সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বলেছে, ঘটনার দিন হেলমেট পরে চন্দন কিরিচ দিয়ে আইনজীবী আলিফকে কোপান। অন্যদিকে রিপন দাস হাতে বটি নিয়ে তাড়া করছিল। তিনিও হেলমেট পরেছিলেন।
এর আগে অভিযুক্ত দুই আসামিকে আদালতে তোলার সময় আদালত এলাকায় পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার করে। আসামিদের রিমান্ড মঞ্জুরের পর হত্যাকারীদের ফাঁসির দাবিতে আইনজীবীরা বিক্ষোভ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে আসামিকে প্রিজন ভ্যানে কারাগারে নেওয়ার সময় তাঁর অনুসারীরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুর চালায়।
এ সময় আদালত এলাকায় ভাঙচুরের প্রতিবাদে একদল বিক্ষোভকারীকে আদালত সংলগ্ন মেথরপট্টি এলাকায় ধাওয়া দেয় আইনজীবীদের একটি অংশ। সেখান থেকে পাল্টা ধাওয়া খেয়ে একা পেয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
চট্টগ্রাম আদালতে ওইদিনের সংঘর্ষ ও হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৬টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের হওয়ার তিনটি মামলার বাদী হচ্ছে পুলিশ। গত ২৭ নভেম্বর কোতোয়ালী থানায় মামলাগুলো দায়ের হয়।
এরপর ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টার পর (মামলা রেকর্ডের তারিখ ৩০ নভেম্বর) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে আসামি করে হত্যা মামলা করে নিহতের বাবা। একই সময় আদালতে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে ১১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০০–৫০০শ জনকে আসামি করে আরও একটি মামলা করেন আলিফের বড়ভাই খানে আলম।
সর্বশেষ গত ৪ ডিসেম্বর ঘটনার দিন আহত এক ব্যবসায়ী কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৯ জনের নামে ও অজ্ঞাতনামা ৪০–৫০ জনকে আসামি করে কোতোয়ালী থানায় আরও একটি মামলা করেন। পুলিশ জানায়, আইনজীবী আলিফ হত্যা মামলায় এই পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছে।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
১ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
২ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
২ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
২ ঘণ্টা আগে