চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার সব ক্ষেত্রের মান বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। সেখানে যুগোপযোগী শিক্ষাক্রম তৈরি হয়েছে এবং অবকাঠামো উন্নয়নও হচ্ছে। অবকাঠামোতে টেকসই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। শিক্ষার্থীদের সহশিক্ষা পাঠক্রমে যুক্ত করার মাধ্যমে আমরা বিশ্ব মান অর্জন করতে চাই।’
আজ শুক্রবার চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমি আশা করছি, এই শিক্ষাপ্রতিষ্ঠান সুনামের সঙ্গে পরিচালিত হবে। এখানে শিক্ষার মান আরও উন্নত হবে। কারণ শিক্ষার্থীদের জন্য খুবই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একাডেমিক ভবনগুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা আছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের চাঁদপুরে এবং পুরো দেশেই শিক্ষার মান উন্নত হচ্ছে।’
এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর সফিকুর রহমান, প্রধান শিক্ষক মো. গোফরান, প্রেসক্লাব সভাপতি আহসান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলার মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ত্রাণ অধিদপ্তরের একটি গার্ডার ব্রিজের উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার সব ক্ষেত্রের মান বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। সেখানে যুগোপযোগী শিক্ষাক্রম তৈরি হয়েছে এবং অবকাঠামো উন্নয়নও হচ্ছে। অবকাঠামোতে টেকসই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। শিক্ষার্থীদের সহশিক্ষা পাঠক্রমে যুক্ত করার মাধ্যমে আমরা বিশ্ব মান অর্জন করতে চাই।’
আজ শুক্রবার চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমি আশা করছি, এই শিক্ষাপ্রতিষ্ঠান সুনামের সঙ্গে পরিচালিত হবে। এখানে শিক্ষার মান আরও উন্নত হবে। কারণ শিক্ষার্থীদের জন্য খুবই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একাডেমিক ভবনগুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা আছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের চাঁদপুরে এবং পুরো দেশেই শিক্ষার মান উন্নত হচ্ছে।’
এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর সফিকুর রহমান, প্রধান শিক্ষক মো. গোফরান, প্রেসক্লাব সভাপতি আহসান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলার মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ত্রাণ অধিদপ্তরের একটি গার্ডার ব্রিজের উদ্বোধন করেন।
সড়কের পাশে একটি কাচের শোকেসে নানা রকম মুখরোচক খাবার। পাশেই বড় চুলায় বসানো কড়াইয়ে গরম তেলে ভাজা বা ভুনা হচ্ছে নানা পদ। সুবাস ছড়িয়ে পড়ছে চারদিকে। সামনে কেনার জন্য ভিড় নানা বয়সী রোজাদারের।
৩ ঘণ্টা আগেহালদা দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এখানে প্রজনন মৌসুমে রুই, কাতল, মৃগেল, কালিবাউশসহ মিঠাপানির সব মাছ ডিম দেয়। হালদার রেণুর কদর সারা দেশে। হালদার পোনা মাছচাষির কাছে অমূল্য সম্পদ। তবে অবৈধ বালু উত্তোলনসহ মানবসৃষ্ট নানা কারণে ৮৭ প্রজাতির মাছের অভয়ারণ্য হালদা আজ সংকটে। বলা চলে হ
৩ ঘণ্টা আগেনোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা না দেওয়াসহ বিভিন্ন সংকট দেখা দিয়েছে গাইবান্ধা জেনারেল হাসপাতালে। এদিকে সরবরাহ তালিকায় বরাদ্দ থাকলেও ওষুধ না দেওয়া, হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকাসহ বিভিন্ন অভিযোগ করছেন রোগীরা।
৩ ঘণ্টা আগেযশোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন অন্তত ১১টি সড়কের কার্পেটিংয়ের কাজ বছরের পর বছর ফেলে রেখেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব সড়কের কাজ কয়েক বছর আগে শুরু হলেও শেষ করতে পারেনি তারা। ৪ থেকে ৫ বছরে অধিকাংশ সড়কের কাজ হয়েছে মাত্র ৪০ থেকে ৬০ শতাংশ।
৩ ঘণ্টা আগে