Ajker Patrika

শিক্ষায় আমরা বিশ্বমান অর্জন করতে চাই: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৮: ১৫
শিক্ষায় আমরা বিশ্বমান অর্জন করতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার সব ক্ষেত্রের মান বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। সেখানে যুগোপযোগী শিক্ষাক্রম তৈরি হয়েছে এবং অবকাঠামো উন্নয়নও হচ্ছে। অবকাঠামোতে টেকসই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। শিক্ষার্থীদের সহশিক্ষা পাঠক্রমে যুক্ত করার মাধ্যমে আমরা বিশ্ব মান অর্জন করতে চাই।’ 

আজ শুক্রবার চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘আমি আশা করছি, এই শিক্ষাপ্রতিষ্ঠান সুনামের সঙ্গে পরিচালিত হবে। এখানে শিক্ষার মান আরও উন্নত হবে। কারণ শিক্ষার্থীদের জন্য খুবই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একাডেমিক ভবনগুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা আছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের চাঁদপুরে এবং পুরো দেশেই শিক্ষার মান উন্নত হচ্ছে।’ 

এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর সফিকুর রহমান, প্রধান শিক্ষক মো. গোফরান, প্রেসক্লাব সভাপতি আহসান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান উপস্থিত ছিলেন। 

এর আগে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলার মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ত্রাণ অধিদপ্তরের একটি গার্ডার ব্রিজের উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত