রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মনজুর হোসেন ওরফে টাক্কুইল্যা (৩৫) খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে নিহতের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
নিহত যুবলীগ নেতা উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফোরক আহমেদ বাড়ির মৃত গুন্নু মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শান্তিনিকেতন এলাকায় আড্ডা দিচ্ছিল যুবলীগের নেতা মনজুর হোসেন ও তাঁর বন্ধু সেকান্দর। এ সময় মুখোশ পরা কয়েকজন তাঁদের ওপর গুলি ও মনজুরকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীরা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের কয়েকজন কর্মী বলেন, ‘স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, বালু ও জমির ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে একটি পক্ষ তাঁকে খুন করে থাকতে পারে।’
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুন কী কারণে হয়েছে, কারা করেছে, তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মনজুর হোসেন ওরফে টাক্কুইল্যা (৩৫) খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে নিহতের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
নিহত যুবলীগ নেতা উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফোরক আহমেদ বাড়ির মৃত গুন্নু মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শান্তিনিকেতন এলাকায় আড্ডা দিচ্ছিল যুবলীগের নেতা মনজুর হোসেন ও তাঁর বন্ধু সেকান্দর। এ সময় মুখোশ পরা কয়েকজন তাঁদের ওপর গুলি ও মনজুরকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীরা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের কয়েকজন কর্মী বলেন, ‘স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, বালু ও জমির ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে একটি পক্ষ তাঁকে খুন করে থাকতে পারে।’
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুন কী কারণে হয়েছে, কারা করেছে, তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’
টাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
১ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২ মিনিট আগেস্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত বছরগুলোতে বিকেন্দ্রীকরণের বিভিন্ন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। সংরক্ষিত আসনের নারী সদস্যদের কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। গ্রাম আদালতের কার্যকারিতা আশানুরূপ নয়। এই অবস্থায় স্বতন্ত্র ও স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন
৭ মিনিট আগেসিলেটে ব্যবসায়ী হাসান মিয়া হত্যা মামলায় বাবাসহ দুই ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।
২৯ মিনিট আগে