নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় সুমন চৌধুরী নামের যুবলীগের এক নেতাকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার গভীর রাতে নগরের লাভ লেন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
চট্টগ্রামে যৌথবাহিনীর টাস্কফোর্স-৪-এর সদস্য মেজর রিজওয়ান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে সুমন চৌধুরীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যযুক্ত একটি ফটো কার্ড নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের মোল্লা স্টোর নামের দোকান মালিক ওসমান গণি। সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে বিকেলে স্থানীয়দের একাংশ সেই দোকান ভাঙচুর করে এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণ চালায়। একপর্যায়ে তাঁকে অবরুদ্ধ করার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
এ সময় বিক্ষুব্ধরা পোস্টদাতা ওই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেন। কিন্তু পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয় বিক্ষুব্ধরা। এরপর তারা পুলিশ ও সেনাসদস্যদের ওপর ‘অ্যাসিড’ ও ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারী দুর্বৃত্তরা সংঘর্ষে জড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে। পরে ঘটনাস্থল থেকে ৮২ জনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ৬ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাসহ ৫৮২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় সুমন চৌধুরী নামের যুবলীগের এক নেতাকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার গভীর রাতে নগরের লাভ লেন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
চট্টগ্রামে যৌথবাহিনীর টাস্কফোর্স-৪-এর সদস্য মেজর রিজওয়ান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে সুমন চৌধুরীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যযুক্ত একটি ফটো কার্ড নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের মোল্লা স্টোর নামের দোকান মালিক ওসমান গণি। সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে বিকেলে স্থানীয়দের একাংশ সেই দোকান ভাঙচুর করে এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণ চালায়। একপর্যায়ে তাঁকে অবরুদ্ধ করার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
এ সময় বিক্ষুব্ধরা পোস্টদাতা ওই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেন। কিন্তু পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয় বিক্ষুব্ধরা। এরপর তারা পুলিশ ও সেনাসদস্যদের ওপর ‘অ্যাসিড’ ও ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারী দুর্বৃত্তরা সংঘর্ষে জড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে। পরে ঘটনাস্থল থেকে ৮২ জনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ৬ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাসহ ৫৮২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে।
কুষ্টিয়ার একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
৯ মিনিট আগেগাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় পৈতৃক জমি ফেরত ও তিন সাঁওতাল হত্যার বিচারের দাবি জানিয়েছেন সাঁওতালেরা। আজ বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা।
৩২ মিনিট আগেনাশকতার মামলায় জামালপুরের আদালতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর জামিন করিয়েছেন বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী। তিনি জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।
৪৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪৩ মিনিট আগে