চাঁদপুরে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ, জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২২: ২৯
৪ হাজার ৬১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ হাজার ৬১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বাকিলা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

অভিযানে মো. মমিনের গুদাম থেকে ২ হাজার ৭৩০ কেজি এবং মো. মোস্তফার গুদাম থেকে ১ হাজার ৮৮১ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ঘটনায় উভয়কে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া উপস্থিত ছিলেন।

উপপরিচালক মিজানুর বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে অভিযান পরিচালনা করা হবে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত