ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
আহত যুবকেরা হলেন রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০)। আহত রুকন নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কসবার পুটিয়া এলাকার সীমান্ত দিয়ে ১০-১২ জন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে রুকন উদ্দিন ও জাকির হোসেনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আজিজুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাঁদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। অবস্থা খারাপ হওয়ায় তাঁদের কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।’
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, চোরাকারবারিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। সীমান্তে গুলি চালানোর ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
আহত যুবকেরা হলেন রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০)। আহত রুকন নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কসবার পুটিয়া এলাকার সীমান্ত দিয়ে ১০-১২ জন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে রুকন উদ্দিন ও জাকির হোসেনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আজিজুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাঁদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। অবস্থা খারাপ হওয়ায় তাঁদের কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।’
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, চোরাকারবারিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। সীমান্তে গুলি চালানোর ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
ফকিরহাটে ধানখেতে সেচ দেওয়ার সময় পাম্পের তারে বিদ্যুতায়িত হয়ে আতাউর শেখ (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার লখপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেএনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ফরাছত আলী ও সাবেক পরিচালক সরোয়ার জামান চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ...
২১ মিনিট আগেদাউদকান্দিতে অভিযানে খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি আল-মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার উপজেলার গৌরীপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
২৫ মিনিট আগেখুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন।
২৭ মিনিট আগে