চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ, নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ জুন ২০২৩, ১১: ২৩
Thumbnail image

বন্দরের সল্টগোলা ক্রসিংয়ে তেলবাহী একটি ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপপরিদর্শক রেজাউল হক জানান, এখন পর্যন্ত লরির নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও হতাহত থাকতে পারে। 

চট্টগ্রামের গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক আজকের পত্রিকাকে জানান, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা থেকে তেল ভরে শহরের দিকে আসছিল। এ সময় বেপরোয়া একটি লরি ক্রস করতে গিয়ে তেলবাহী ওয়াগনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ওই লরিটি উল্টে যায়। ওয়াগনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের হালিশহরের সিজিপিওয়াই তেলবাহী তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি ওয়াগন থেকে প্রায় ৪০ হাজার লিটার তেল পড়ে যায়। এসব তেল নালা থেকে খাল হয়ে কর্ণফুলী নদীতে মিশে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত