নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গত ১৬ দিনে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী থানা বিএনপি নেতা-কর্মীদের নামে পাঁচটি গায়েবি মামলা দায়ের করেছে সরকারি দল। এসব মামলা সুষ্ঠু তদন্ত করে প্রত্যাহার না করলে প্রয়োজনে থানা ঘেরাওর মতো কঠিন কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে দক্ষিণ জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।
আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছে বিএনপি। আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচিতে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দাবি আদায়ে অনড় রয়েছে।’
আবু সুফিয়ান বলেন, ‘গত ১৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই ১৬ দিনে লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী থানায় বিএনপি নেতা-কর্মীদের আসামি করে পাঁচটি মামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রত্যেক থানায় রুজু করা মামলায় একই ধারাগুলো ব্যবহার করে শুধু স্থান, সময়, বাদী এবং আসামিদের নাম ব্যতীত সম্পূর্ণ মিল রেখে ঘটনা বর্ণনা করা হয়েছে।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘চন্দনাইশ থানার মামলায় যাদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে পবিত্র হজ পালনের জন্য দেড় মাস সৌদি আরবে ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও সাইফুল করিম। তাঁরা দেশে আসেন গত ৩০ জুলাই। অথচ ২৮ জুলাই চন্দনাইশ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।’ এভাবেই প্রতিটি মামলা সাজানো হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, কামরুল ইসলাম হোসাইনী প্রমুখ।
গত ১৬ দিনে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী থানা বিএনপি নেতা-কর্মীদের নামে পাঁচটি গায়েবি মামলা দায়ের করেছে সরকারি দল। এসব মামলা সুষ্ঠু তদন্ত করে প্রত্যাহার না করলে প্রয়োজনে থানা ঘেরাওর মতো কঠিন কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে দক্ষিণ জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।
আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছে বিএনপি। আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচিতে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দাবি আদায়ে অনড় রয়েছে।’
আবু সুফিয়ান বলেন, ‘গত ১৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই ১৬ দিনে লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী থানায় বিএনপি নেতা-কর্মীদের আসামি করে পাঁচটি মামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রত্যেক থানায় রুজু করা মামলায় একই ধারাগুলো ব্যবহার করে শুধু স্থান, সময়, বাদী এবং আসামিদের নাম ব্যতীত সম্পূর্ণ মিল রেখে ঘটনা বর্ণনা করা হয়েছে।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘চন্দনাইশ থানার মামলায় যাদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে পবিত্র হজ পালনের জন্য দেড় মাস সৌদি আরবে ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও সাইফুল করিম। তাঁরা দেশে আসেন গত ৩০ জুলাই। অথচ ২৮ জুলাই চন্দনাইশ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।’ এভাবেই প্রতিটি মামলা সাজানো হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, কামরুল ইসলাম হোসাইনী প্রমুখ।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
২ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
২ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
৩ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে