Ajker Patrika

চাঁদপুরে ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ৩ যুবকের কারাদণ্ড 

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ৩ যুবকের কারাদণ্ড 

চাঁদপুরে স্কুলছাত্রীকে ইভটিজিং করার অপরাধে তিন যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত। 

দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন–জুম্মান, সিয়াম ও কাউছার। তারা সদর উপজেলার হামানকর্দি গ্রামের বাসিন্দা। 

ইউএনও সাখাওয়াত জামিল সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রীকে উত্ত্যক্ত করা, অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও হুমকি দেওয়ার অপরাধে তিন বখাটের প্রত্যেককে এক মাস (৩০ দিন) করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করা ও নানাবিধ ভয়ভীতি প্রদর্শন সামাজিক ও ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে সদর উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। প্রত্যাশা করছি, অপরাধীরা সাজাভোগ শেষে আলোকিত জীবনে প্রত্যাবর্তন করবে।’ 

এ সময় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, বিদ্যালয়ের শিক্ষকসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত