কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্র কাপ্তাই হাইড্রোলিক পাওয়ার স্টেশনে তীব্র পানির সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। অনাবৃষ্টি এবং প্রচণ্ড দাবদাহে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার ফলে এ সংকট দেখা দিয়েছে। পানি কমে যাওয়ায় ফলে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে না, কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ ছাড়া হ্রদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি উপজেলার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মানুষজনের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে।
পানি বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রুলকার্ভ অনুযায়ী এখন হ্রদে পানি থাকার কথা ৮২ দশমিক ৮০ ফিট এমএসএল (মীন সী লেভেল)। কিন্তু বর্তমানে পানি আছে ৭৬ দশমিক ৯৪ ফিট এমএসএল। যেখানে কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফিট এমএসএল।
পার্বত্য চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত না হলে এ সংকট থেকে বের হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার এটিএম আবদুজ্জাহের সঙ্গে আজ বুধবার সকালে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানির অভাবে কেন্দ্রের সব কটি ইউনিট সচল রাখা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে।
বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ৩ ও ৫ নম্বর ইউনিট চালু রয়েছে। আজ সকাল ৯টা পর্যন্ত ৩ নম্বর ইউনিট থেকে ২৯ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। যেখানে আগে ৫টি ইউনিটে প্রত্যেকদিন ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। বর্তমানে পুনর্বাসনের জন্য ১ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়। একই সঙ্গে পানির তীব্র সংকটে ২ ও ৪ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়েছে।
দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্র কাপ্তাই হাইড্রোলিক পাওয়ার স্টেশনে তীব্র পানির সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। অনাবৃষ্টি এবং প্রচণ্ড দাবদাহে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার ফলে এ সংকট দেখা দিয়েছে। পানি কমে যাওয়ায় ফলে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে না, কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ ছাড়া হ্রদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি উপজেলার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মানুষজনের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে।
পানি বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রুলকার্ভ অনুযায়ী এখন হ্রদে পানি থাকার কথা ৮২ দশমিক ৮০ ফিট এমএসএল (মীন সী লেভেল)। কিন্তু বর্তমানে পানি আছে ৭৬ দশমিক ৯৪ ফিট এমএসএল। যেখানে কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফিট এমএসএল।
পার্বত্য চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত না হলে এ সংকট থেকে বের হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার এটিএম আবদুজ্জাহের সঙ্গে আজ বুধবার সকালে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানির অভাবে কেন্দ্রের সব কটি ইউনিট সচল রাখা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে।
বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ৩ ও ৫ নম্বর ইউনিট চালু রয়েছে। আজ সকাল ৯টা পর্যন্ত ৩ নম্বর ইউনিট থেকে ২৯ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। যেখানে আগে ৫টি ইউনিটে প্রত্যেকদিন ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। বর্তমানে পুনর্বাসনের জন্য ১ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়। একই সঙ্গে পানির তীব্র সংকটে ২ ও ৪ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়েছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৮ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
১৪ মিনিট আগেবরগুনার আমতলীতে এক দিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
৩৪ মিনিট আগে