কুমিল্লায় অনুমোদনহীন খাদ্য প্রস্তুত, ৮০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১৮: ৫৪

কুমিল্লা মহানগরীতে খাদ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আজ বুধবার নগরীর গর্জনখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, মেসার্স জাকির ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদন ব্যতীত বিভিন্ন প্রকারের শিশুখাদ্য যেমন–চানাচুর, চিপস, মুড়ি, মটরভাজা প্রস্তুত করছে।

প্রস্তুতকৃত এসব খাদ্যের মধ্যে দুটি পণ্যের অনুমোদন থাকলেও অধিকাংশই অনুমোদনহীন। অবৈধভাবে প্রস্তুত করা হচ্ছে। এতে অনুমোদনহীন রং ব্যবহার করা হচ্ছে। মোড়কের গায়ে নেই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ।

আছাদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন রং জব্দ করে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় জেলা স্বাস্থ্য পরিদর্শক ইসরাইল হোসেনসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত