কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করতে গিয়ে তারা নিজেরাই অচল হয়ে পালিয়ে গেছে। স্বাধীনতা ও উন্নয়নবিরোধী বিএনপি-জামায়াতের ডাকে দেশের জনগণ সাড়া দিচ্ছে না। জনগণের সাড়া না পেয়ে তারা এখন পালিয়ে যাচ্ছে।’ এ সময় তিনি আগামী নির্বাচনে উন্নয়নের সরকার শেখ হাসিনাকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
আজ শুক্রবার চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নে রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম সুপেয় পানি সরবরাহ প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘শোকের মাস আগস্ট। ১৫ আগস্টের কালো রাতে/// বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করেছিল স্বাধীনতাবিরোধীরা। এ হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে দেশকে পাকিস্তানে পরিণত করতে চেয়ে ছিল তারা।’
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘খালেদা জিয়া বলেছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশে মসজিদ থাকবে না। কিন্তু গত সাড়ে ১৪ বছরে সবচেয়ে বেশি মসজিদ নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় কোটি টাকা ব্যয়ে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করছেন। তারা মিথ্যার রাজনীতি করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছে সব সময়। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারই প্রয়োজন।’
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু প্রমুখ। পরে ভূমিমন্ত্রী ওই এলাকার সিংহরা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
উল্লেখ, দীর্ঘদিন ধরে উপজেলার চাতরী ইউনিয়নের সুপেয় পানির সংকটে দুই গ্রামের প্রায় সাড়ে ৬০০ পরিবার। এই সংকট নিরসনে ভূমিমন্ত্রীর সহযোগিতায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম সুপেয় পানি সরবরাহ প্রকল্পটি স্থাপন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার পর সুপেয় পানির সংকট থেকে স্থানীয়রা রেহাই পেল।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করতে গিয়ে তারা নিজেরাই অচল হয়ে পালিয়ে গেছে। স্বাধীনতা ও উন্নয়নবিরোধী বিএনপি-জামায়াতের ডাকে দেশের জনগণ সাড়া দিচ্ছে না। জনগণের সাড়া না পেয়ে তারা এখন পালিয়ে যাচ্ছে।’ এ সময় তিনি আগামী নির্বাচনে উন্নয়নের সরকার শেখ হাসিনাকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
আজ শুক্রবার চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নে রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম সুপেয় পানি সরবরাহ প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘শোকের মাস আগস্ট। ১৫ আগস্টের কালো রাতে/// বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করেছিল স্বাধীনতাবিরোধীরা। এ হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে দেশকে পাকিস্তানে পরিণত করতে চেয়ে ছিল তারা।’
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘খালেদা জিয়া বলেছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশে মসজিদ থাকবে না। কিন্তু গত সাড়ে ১৪ বছরে সবচেয়ে বেশি মসজিদ নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় কোটি টাকা ব্যয়ে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করছেন। তারা মিথ্যার রাজনীতি করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছে সব সময়। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারই প্রয়োজন।’
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু প্রমুখ। পরে ভূমিমন্ত্রী ওই এলাকার সিংহরা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
উল্লেখ, দীর্ঘদিন ধরে উপজেলার চাতরী ইউনিয়নের সুপেয় পানির সংকটে দুই গ্রামের প্রায় সাড়ে ৬০০ পরিবার। এই সংকট নিরসনে ভূমিমন্ত্রীর সহযোগিতায় রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম সুপেয় পানি সরবরাহ প্রকল্পটি স্থাপন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার পর সুপেয় পানির সংকট থেকে স্থানীয়রা রেহাই পেল।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৪ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগে