নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার গোপাইরবাগ গ্রামে স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় স্বামী আল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আল আমিন (৩৪) চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়নের গোপাইরবাগ গ্রামের আফতাব উদ্দিন পাটোয়ারী বাড়ির কালা মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় চার বছর আগে পারিবারিকভাবে প্রিয়া আক্তারকে (১৯) বিয়ে করেন আল আমিন। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে প্রিয়াকে নির্যাতন করতেন তিনি। পরবর্তীকালে তিনি অন্যত্র বিয়ে করবেন এবং কোনো প্রকার বাধা দিলে প্রিয়াকে খুন করে লাশ গুম করারও হুমকি দেন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ঘটনার তিন মাস আগে বাবার বাড়িতে চলে যান প্রিয়া। এর পর থেকে তাঁর কোনো খোঁজখবর নিতেন না আল আমিন।
২০১৮ সালের ১৭ জুন ঢাকায় যাওয়ার আগে শপিং করে দেবেন বলে প্রিয়াকে মোবাইলে কল দিয়ে বাড়িতে ডেকে আনেন আল আমিন। তাঁর কথা বিশ্বাস করে প্রিয়া এলে আল আমিন তাঁকে কৌশলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যান এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন আসামি আল আমিন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, ‘ঘটনাটি যেহেতু হত্যা, আমরা আসামির মৃত্যুদণ্ড আশা করছিলাম। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় সরকারের পক্ষ থেকে (ডিফেন্স ল ইয়ার) হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শিব নাথ ভৌমিক।
নোয়াখালীর চাটখিল উপজেলার গোপাইরবাগ গ্রামে স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় স্বামী আল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আল আমিন (৩৪) চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়নের গোপাইরবাগ গ্রামের আফতাব উদ্দিন পাটোয়ারী বাড়ির কালা মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় চার বছর আগে পারিবারিকভাবে প্রিয়া আক্তারকে (১৯) বিয়ে করেন আল আমিন। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে প্রিয়াকে নির্যাতন করতেন তিনি। পরবর্তীকালে তিনি অন্যত্র বিয়ে করবেন এবং কোনো প্রকার বাধা দিলে প্রিয়াকে খুন করে লাশ গুম করারও হুমকি দেন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ঘটনার তিন মাস আগে বাবার বাড়িতে চলে যান প্রিয়া। এর পর থেকে তাঁর কোনো খোঁজখবর নিতেন না আল আমিন।
২০১৮ সালের ১৭ জুন ঢাকায় যাওয়ার আগে শপিং করে দেবেন বলে প্রিয়াকে মোবাইলে কল দিয়ে বাড়িতে ডেকে আনেন আল আমিন। তাঁর কথা বিশ্বাস করে প্রিয়া এলে আল আমিন তাঁকে কৌশলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যান এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন আসামি আল আমিন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, ‘ঘটনাটি যেহেতু হত্যা, আমরা আসামির মৃত্যুদণ্ড আশা করছিলাম। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় সরকারের পক্ষ থেকে (ডিফেন্স ল ইয়ার) হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শিব নাথ ভৌমিক।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে