আশুগঞ্জে ইঞ্জিন বিকল হওয়ার ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৩, ১৯: ২৮

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় তালশহর থেকে নতুন ইঞ্জিন লাগানোর পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) মো. হাতেম আলী ভূইয়া জানান, দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে তিতাস ট্রেনটি ঢাকা যাওয়ার পথে আশুগঞ্জে তালশহর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আখাউড়া জংশন থেকে নতুন একটি ইঞ্জিন এনে লাগানো হলে বিকেল ৫টায় তালশহর থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তবে এখন আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত