Ajker Patrika

হলুদ-মরিচ গুঁড়ায় ইঁদুরের মল, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৯: ৩১
হলুদ-মরিচ গুঁড়ায় ইঁদুরের মল, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে হলুদ ও মরিচের সঙ্গে ইঁদুরের মল পাওয়াসহ নানা অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে শহরের পুরান বাজার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযান চালান।

নুর হোসেন বলেন, ‘আজ শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে সাইফুল ফুডকে ১০ হাজার টাকা এবং হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে নিম্নমানের হলুদ-মরিচ গুঁড়া মেশানো, ভুট্টার গুঁড়া মেশানো, এমনকি হলুদ-মরিচে ইঁদুরের মল পাওয়ার দায়ে জীবন দে হলুদ মরিচ মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তার-অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব এবং পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত