চট্টগ্রামে গাছ চোরদের হামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৫: ৩১

চন্দনাইশে গাছ চোরদের হামলায় বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। সংঘবদ্ধ একটি গাছ চোরের দল বনের গাছ কেটে পাচার করছে এমন সংবাদ পেয়ে বন বিভাগের কর্মীরা বাধা দিতে গেলে গতকাল শুক্রবার রাত ১০টার সময় পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বিট এলাকায় এ ঘটনা ঘটে। 

বন বিভাগ সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী গুচ্ছগ্রাম হাফছড়িকুল এলাকায় একদল দুর্বৃত্ত শুক্রবার রাতে বনের গাছ কেটে পাচারের সংবাদ পেয়ে বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হকের নেতৃত্বে ১০ জনের দল অভিযানে যায়। বিষয়টি টের পেয়ে বন দস্যুরা আক্রমণ চালায় বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর। এ সময় পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হক, বনরক্ষী লোকমানের মাথায় ধারালো দা দিয়ে কোপ দেয়। এ ছাড়া হামলাকারীদের দা ও লাঠির আঘাতে দুজন সিএনজিচালিত অটোরিকশা চালক ও একজন পিকআপ চালকও গুরুতর আহত হন। পটিয়া রেঞ্জ কর্মকর্তা মোবাইল ফোনে হামলার বিষয়টি দোহাজারী রেঞ্জ অফিসে জানালে দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম দ্রুত চন্দনাইশের অস্থায়ী আর্মি ক্যাম্প ও চন্দনাইশ থানায় অবহিত করেন। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন বলেন, খবর পেয়ে চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর মেহেদীর সঙ্গে আলোচনা করে যৌথভাবে বন বিভাগের লোকদের উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় হামলার শিকার ব্যক্তিদের উদ্ধার করে আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগ দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বিটের দোহাজারী জামিজুরী গুচ্ছ গ্রাম হাফছড়িকুল এলাকায় গাছ কাটার সংবাদ পেয়ে শুক্রবার রাতে পটিয়া রেঞ্জ অফিসার এমদাদুল হক, বরগুনি বিট অফিসার রহমতসহ বনরক্ষীরা অভিযানে যান। টের পেয়ে গাছ চোরের দল অতর্কিত বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এ সময় পটিয়া রেঞ্জ অফিসার এমদাদুল হক ও বনরক্ষী লোকমানের মাথায় ধারালো দা দিয়ে কোপ দিলে গুরুতর জখম হয়। এগাছ চোরদের হামলায় দুজন অটোরিকশা চালক ও একজন পিকআপ চালকও গুরুতর আহত হন। 

তিনি আরও বলেন, অন্যান্য বনরক্ষীরা পালিয়ে কোনো প্রকারে প্রাণে রক্ষা পায়। আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেঞ্জ অফিসার এমদাদ ও বনরক্ষী লোকমানকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত সিএনজি ও পিকআপ চালকদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত