ফেনী-১ এর সব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ২২: ৫৫

ফেনী-১ (ছাগলনাইয়া–পরশুরাম–ফুলগাজী) আসনে সব ধরনের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা। উদ্বোধনী নাম ফলকে ওপরে নাম থাকবে বীর মুক্তিযোদ্ধার, আর সংসদ সদস্যের নাম থাকবে নিচে। 

আজ সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এর আগে এলজিইডির উপজেলা প্রকৌশলী এস এম শাহ আলম ভূঁইয়ার কয়েকটি রাস্তার উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানালে তিনি এই সিদ্ধান্ত জানান। 

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। দেশে বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি সৃষ্টি হবে, কিন্তু মুক্তিযোদ্ধা সৃষ্টি হবে না। তাই মুক্তিযোদ্ধারা যত দিন বেঁচে থাকবেন, তত দিন তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে।’ 

উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলার পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন–বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহাম্মদ মজুমদার, ভাইস চেয়ারম্যান এম সফিকুল হোসেন মহিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত