নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের খুলশীর আমবাগান বড় মসজিদ এলাকায় বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে হওয়া এ ঘটনায় তিনজন ছুরিকাহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারামারির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিম ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে আমবাগান এলাকার স্বপন চক্রবর্তীর ছেলে টিটু চক্রবর্তী (২৩) ও রহমানের ছেলে বাবলু (২০) হিরণের সমর্থক হিসেবে পরিচিত। আহত অন্যজন আতাউর রহমানের ছেলে মো. সুজন (২০) ওয়াসিমের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের শোভাযাত্রা শেষে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিরিয়ানি বিতরণ করা হচ্ছিল। এ সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেটি থেকে মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়।
আটক চারজনের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে আহত সুজনকে আটক দেখিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় তাঁর আঙুল কাটা পড়েছে। নাম পাওয়া অন্যজন হলেন রুবেল।
দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা। আজ সন্ধ্যায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মারামারির ঘটনায় আমরা চারজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’
চট্টগ্রাম নগরের খুলশীর আমবাগান বড় মসজিদ এলাকায় বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে হওয়া এ ঘটনায় তিনজন ছুরিকাহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারামারির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিম ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে আমবাগান এলাকার স্বপন চক্রবর্তীর ছেলে টিটু চক্রবর্তী (২৩) ও রহমানের ছেলে বাবলু (২০) হিরণের সমর্থক হিসেবে পরিচিত। আহত অন্যজন আতাউর রহমানের ছেলে মো. সুজন (২০) ওয়াসিমের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের শোভাযাত্রা শেষে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিরিয়ানি বিতরণ করা হচ্ছিল। এ সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেটি থেকে মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়।
আটক চারজনের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে আহত সুজনকে আটক দেখিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় তাঁর আঙুল কাটা পড়েছে। নাম পাওয়া অন্যজন হলেন রুবেল।
দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা। আজ সন্ধ্যায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মারামারির ঘটনায় আমরা চারজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৭ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৭ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
২০ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
২০ মিনিট আগে