কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইনে থেমে থেমে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ চলছে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার আবার গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত কেঁপে উঠেছে।
সীমান্তের বাসিন্দা ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার, ওয়াব্রাং, পুরানবাজার, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, সাইটপাড়া, রঙ্গিখালী, লেদা, মুচনী, দমদমিয়া, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া, কেকে পাড়া, জালিয়াপাড়া থেকে শুরু করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফনদীর ওপারে বিকট শব্দের বিস্ফোরণের ঘটনা ঘটে। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারাও এ বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান তারা।
এ ছাড়া নাফনদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরের বলিবাজার, নাকপুরা, দক্ষিণে হাস্যুরাতা, নাইক্ষ্যংদিয়া, মাঝামাঝি সিকদারপাড়া, দলিয়াপাড়া, কদিরবিল, নুরুল্যাহপাড়াকে ঘিরে মর্টার শেলসহ নানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। জান্তা বাহিনী বেদখল হওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গত পাঁচ দিন ধরে মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারও থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে।’
সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘গত পাঁচ দিন পর আজ সকাল থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। নাফ নদীর ওপারে আবারও সংঘর্ষ চলছে।’ একই কথা জানান স্থানীয় ইউপি সদস্য আক্তার কামালও।
এ বিষয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাখাইনের পরিস্থিতি বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’
মিয়ানমারের রাখাইনে থেমে থেমে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ চলছে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার আবার গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত কেঁপে উঠেছে।
সীমান্তের বাসিন্দা ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার, ওয়াব্রাং, পুরানবাজার, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, সাইটপাড়া, রঙ্গিখালী, লেদা, মুচনী, দমদমিয়া, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া, কেকে পাড়া, জালিয়াপাড়া থেকে শুরু করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফনদীর ওপারে বিকট শব্দের বিস্ফোরণের ঘটনা ঘটে। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারাও এ বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান তারা।
এ ছাড়া নাফনদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরের বলিবাজার, নাকপুরা, দক্ষিণে হাস্যুরাতা, নাইক্ষ্যংদিয়া, মাঝামাঝি সিকদারপাড়া, দলিয়াপাড়া, কদিরবিল, নুরুল্যাহপাড়াকে ঘিরে মর্টার শেলসহ নানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
টেকনাফ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। জান্তা বাহিনী বেদখল হওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গত পাঁচ দিন ধরে মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আবারও থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে।’
সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘গত পাঁচ দিন পর আজ সকাল থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। নাফ নদীর ওপারে আবারও সংঘর্ষ চলছে।’ একই কথা জানান স্থানীয় ইউপি সদস্য আক্তার কামালও।
এ বিষয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাখাইনের পরিস্থিতি বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’
জয়পুরহাটের ক্ষেতলালে দাঁড়িয়ে থাকা একটি আলুবোঝাই ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা বাইপাস সড়কের মুন্দাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেকোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৭ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
৮ ঘণ্টা আগে