লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যা: আরও ২ আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৩, ১৩: ২৯
আপডেট : ১০ মে ২০২৩, ১৫: ৩২

লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ নিয়ে এই মামলায় ১৪ জন গ্রেপ্তার হলেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার পর র‍্যাব-১১-এর নোয়াখালী সিপিসি ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ নিয়ে কমান্ডার মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে জানান, গতকাল রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহিদ ও আলাউদ্দিন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মো. শহিদের নাম মামলার এজাহারে রয়েছে। আলাউদ্দিনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া এই মামলার প্রধান আসামি কাশেম জিহাদীর ব্যক্তিগত সহকারী ছিলেন মো. শহিদ। মামলার প্রধান আসামি কাশেম জিহাদীসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, এটি একটি আলোচিত হত্যাকাণ্ড। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলার অন্যতম আসামি দেওয়ান ফয়সাল ও আলমগীর হোসেন কদু ওরফে কদু আলমগীর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দুজনই জানিয়েছেন, ৩৫ থেকে ৪০ জনের একটি দল আট ভাগে ভাগ হয়ে হত্যাকাণ্ডটি ঘটায়। মামলার প্রধান আসামি জিহাদীকে ধরতে অভিযান চলছে।’ 

উল্লেখ্য গত ২৫ এপ্রিল রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় যুবলীগের নেতা নোমান ও ছাত্রলীগের নেতা রাকিবকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা নোমানকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হলে রাকিবকে ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান।

২৬ এপ্রিল রাত ১টার দিকে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত