সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের সংস্কারকাজ চলার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। বুধবার দুপুর থেকে এ যানজটের কবলে পড়ে ঠায় দাঁড়িয়ে থাকে দূরপাল্লার শত শত যানবাহন। পাশাপাশি যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্তের হাজারো যাত্রীকে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ যানজট বিকেল ৪টার পরও স্বাভাবিক হয়নি। এখনো মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা যানবাহন কচ্ছপ গতিতে কিছু দূর গিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়ছে।
সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘুরে দেখা যায় মহাসড়কের বাড়বকুণ্ড থেকে জোরামতল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার শত শত বাস, ট্রাক, কার, ট্যাক্সিসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ায় প্রচণ্ড গরমের মধ্যে অসংখ্য যাত্রী দারুণ কষ্ট করছেন।
যানজটের কবলে আটকা পড়া সীতাকুণ্ড পৌর সদর এলাকার বাসিন্দা অশোক দাস জানান, তিনি দুপুরে চট্টগ্রাম যেতে সীতাকুণ্ড পৌর সদর বাসস্টেশন থেকে গাড়িতে ওঠেন। বাসটি বাড়বকুণ্ড বাজার গিয়ে যানজটের কবলে আটকা পড়ে। সেখান থেকে ধীর গতিতে যেতে যেতে প্রায় দুই ঘণ্টারও অধিক সময় পর তিনি কুমিরা বাজার অতিক্রম করেন। তবে জোরামতল এলাকায় যাওয়ার পর আবারও যানজটের কবলে পড়েন। দীর্ঘ তিন ঘণ্টারও অধিক সময় ধরে যানজটে আটকা থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছেন তিনি।
বাড়বকুণ্ডের ভায়েরখীল এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, তিনি দুপুরের পর ব্যক্তিগত কাজে শহরে যেতে শুকলাল হাট বাজার থেকে গাড়িতে ওঠেন। কিন্তু যানজটের কারণে মন্থর গতিতে গাড়ি চালায় ৫ মিনিটের পথ বাঁশবাড়িয়া বাজার পর্যন্ত এসেছেন দুঘণ্টারও বেশি সময়ে। কী কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে, তা বুঝতে পারেননি তিনি। তবে বাঁশবাড়িয়া এলাকায় দীর্ঘক্ষণ যানজটে থাকার পর পুনরায় ফিরে এসেছেন তিনি।
এদিকে যানজটের বিষয়ে জানতে চাইলে যানজট নিরসনের দায়িত্বে থাকা বারআউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের কুমিরা এলাকার দিকে কিছু সংস্কারকাজ চলছে। গতকাল একই স্থানে সংস্কারকাজের কারণে ২৫ কিলোমিটারেরও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। সংস্কারকাজের জন্য আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তবু তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ে যানজট নিয়ন্ত্রণে আসবে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক ও জনপদ বিভাগ পূর্বঘোষণা ছাড়াই সড়কের একপাশ বন্ধ করে সংস্কার কাজ করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যানজটে আটকা পড়ে সমস্যায় পড়তে হয়েছে দূরপাল্লার যাত্রীদের।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের সংস্কারকাজ চলার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। বুধবার দুপুর থেকে এ যানজটের কবলে পড়ে ঠায় দাঁড়িয়ে থাকে দূরপাল্লার শত শত যানবাহন। পাশাপাশি যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্তের হাজারো যাত্রীকে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ যানজট বিকেল ৪টার পরও স্বাভাবিক হয়নি। এখনো মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা যানবাহন কচ্ছপ গতিতে কিছু দূর গিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়ছে।
সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘুরে দেখা যায় মহাসড়কের বাড়বকুণ্ড থেকে জোরামতল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার শত শত বাস, ট্রাক, কার, ট্যাক্সিসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ায় প্রচণ্ড গরমের মধ্যে অসংখ্য যাত্রী দারুণ কষ্ট করছেন।
যানজটের কবলে আটকা পড়া সীতাকুণ্ড পৌর সদর এলাকার বাসিন্দা অশোক দাস জানান, তিনি দুপুরে চট্টগ্রাম যেতে সীতাকুণ্ড পৌর সদর বাসস্টেশন থেকে গাড়িতে ওঠেন। বাসটি বাড়বকুণ্ড বাজার গিয়ে যানজটের কবলে আটকা পড়ে। সেখান থেকে ধীর গতিতে যেতে যেতে প্রায় দুই ঘণ্টারও অধিক সময় পর তিনি কুমিরা বাজার অতিক্রম করেন। তবে জোরামতল এলাকায় যাওয়ার পর আবারও যানজটের কবলে পড়েন। দীর্ঘ তিন ঘণ্টারও অধিক সময় ধরে যানজটে আটকা থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছেন তিনি।
বাড়বকুণ্ডের ভায়েরখীল এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, তিনি দুপুরের পর ব্যক্তিগত কাজে শহরে যেতে শুকলাল হাট বাজার থেকে গাড়িতে ওঠেন। কিন্তু যানজটের কারণে মন্থর গতিতে গাড়ি চালায় ৫ মিনিটের পথ বাঁশবাড়িয়া বাজার পর্যন্ত এসেছেন দুঘণ্টারও বেশি সময়ে। কী কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে, তা বুঝতে পারেননি তিনি। তবে বাঁশবাড়িয়া এলাকায় দীর্ঘক্ষণ যানজটে থাকার পর পুনরায় ফিরে এসেছেন তিনি।
এদিকে যানজটের বিষয়ে জানতে চাইলে যানজট নিরসনের দায়িত্বে থাকা বারআউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের কুমিরা এলাকার দিকে কিছু সংস্কারকাজ চলছে। গতকাল একই স্থানে সংস্কারকাজের কারণে ২৫ কিলোমিটারেরও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। সংস্কারকাজের জন্য আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তবু তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ে যানজট নিয়ন্ত্রণে আসবে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক ও জনপদ বিভাগ পূর্বঘোষণা ছাড়াই সড়কের একপাশ বন্ধ করে সংস্কার কাজ করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যানজটে আটকা পড়ে সমস্যায় পড়তে হয়েছে দূরপাল্লার যাত্রীদের।
শুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১০ মিনিট আগেঅহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৯ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৯ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৯ ঘণ্টা আগে