Ajker Patrika

টানা বর্ষণে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৪: ৩৪
টানা বর্ষণে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও সড়ক। বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ সড়কযোগাযোগ। এদিকে বাঘাইছড়ির মাচালং ও বাঘাইহাট বাজার এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন দুই শতাধিক পর্যটক। 

সাজেকের সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল সেখানে নতুন করে ৭৮ জন পর্যটক গিয়েছেন। আগে থেকে অবস্থান করা পর্যটক মিলিয়ে আটকা পড়া পর্যটকের সংখ্যা দুই শতাধিক।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, এ বছর দ্বিতীয়বারের মতো বন্যাকবলিত হয়েছে উপজেলাটি। পাহাড়ধসের আশঙ্কার পাশাপাশি মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। 

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের জন্য পৌরসভার পক্ষ থেকে খিচুড়ি ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত