টানা বর্ষণে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১৩: ৪১
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৪: ৩৪

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও সড়ক। বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ সড়কযোগাযোগ। এদিকে বাঘাইছড়ির মাচালং ও বাঘাইহাট বাজার এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন দুই শতাধিক পর্যটক। 

সাজেকের সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল সেখানে নতুন করে ৭৮ জন পর্যটক গিয়েছেন। আগে থেকে অবস্থান করা পর্যটক মিলিয়ে আটকা পড়া পর্যটকের সংখ্যা দুই শতাধিক।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, এ বছর দ্বিতীয়বারের মতো বন্যাকবলিত হয়েছে উপজেলাটি। পাহাড়ধসের আশঙ্কার পাশাপাশি মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। 

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের জন্য পৌরসভার পক্ষ থেকে খিচুড়ি ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত