তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৪, ১৩: ৪৪
Thumbnail image

চাঁদপুরের ফরিদগঞ্জে রাহাতুল ইসলাম (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরের পরিবারের দাবি, মোটরসাইকেল কিনে না দেওয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। 

আজ রোববার সকালে পুলিশ ওই তরুণের মরদেহ উদ্ধার করে। এর আগে গতকাল শনিবার রাতে চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত রাহাতুল ইসলাম ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তাঁর বাবা ব্যাটারিৎচালিত অটোরিকশা চালিয়ে চার সদস্যের পরিবার পরিচালনা করেন। 

মৃতের পরিবারের বরাত দিয়ে চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সুমন বলেন, রাহাতুল ইসলাম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। স্থানীয় একটি মাদ্রাসা থেকে কোরআনের পরিপূর্ণ হাফেজ হওয়ার পর দাখিল মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। মেধাবী ছাত্র হলেও গত কয়েক মাস ধরে তিনি হঠাৎ করে বখাটেদের সঙ্গে মেলামেশা শুরু করেন। একপর্যায়ে মাদক সেবনে জড়িয়ে পড়েন। তাঁর পরিবারের অনেক বাধা দিয়েও মাদক গ্রহণ থেকে ফেরাতে পারেনি। কয়েক দিন ধরে বায়না ধরেছেন তাঁকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য। তবে দরিদ্র বাবার পক্ষে মোটরসাইকেল কিনে দেওয়া সম্ভব নয় জানালে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত