নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: করোনার সংক্রমণের কারণে টানা ৪৯ দিন বন্ধ থাকার পর চালু হলো যাত্রীবাহী ট্রেন। আজ সোমবার সকাল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও যাত্রী ছিল খুবই কম। চট্টগ্রাম থেকে সকাল ৭টা ২০ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনে যাত্রী ছিল মাত্র ৭২ জন। যেখানে ট্রেনটিতে আসনসংখ্যা ৬৭০। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে অর্থাৎ ৩৩১ জন যাত্রী ভ্রমণ করার সুযোগ রয়েছে।
একই অবস্থা ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া সাগরিকা এক্সপ্রেস ট্রেনেও। এই ট্রেনের আসনসংখ্যা ৪৪০ টি। চাঁদপুরগামী এই ট্রেনের আসনের অর্ধেক ২২০ জন যাত্রী ভ্রমণ করার সুযোগ থাকলেও যাত্রী গেছেন মাত্র ১০৭ জন। ১০টায় ছেড়ে যাওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনেও যাত্রী কম ছিল। তবে সঠিক পরিসংখ্যানটি পাওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিন হওয়ায় যাত্রীর চাপ কম। কাল থেকে আশা করছি যাত্রী পাব।
কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী পরিবহন করা হচ্ছে উল্লেখ করে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঠিক সময়ে স্বাস্থ্যবিধি সব ট্রেনে ছেড়ে যাচ্ছে। যাত্রীদের মুখে মাস্ক ছাড়া ট্রেনে প্রবেশ করা হচ্ছে না।
এদিকে ট্রেনের মতো দূরপাল্লার বাসও চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে। খুলেছে হোটেল রেস্টুরেন্টও।
গণপরিবহন চালু রেখে ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে সরকারি আদেশের পর সীমিত আকারে ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। আজ ২৮ জোড়া আন্তনগর, নয় জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।
তবে নির্দেশনা অনুযায়ী, অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করা হবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে কাটতে হবে। যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
চট্টগ্রাম: করোনার সংক্রমণের কারণে টানা ৪৯ দিন বন্ধ থাকার পর চালু হলো যাত্রীবাহী ট্রেন। আজ সোমবার সকাল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও যাত্রী ছিল খুবই কম। চট্টগ্রাম থেকে সকাল ৭টা ২০ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনে যাত্রী ছিল মাত্র ৭২ জন। যেখানে ট্রেনটিতে আসনসংখ্যা ৬৭০। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে অর্থাৎ ৩৩১ জন যাত্রী ভ্রমণ করার সুযোগ রয়েছে।
একই অবস্থা ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া সাগরিকা এক্সপ্রেস ট্রেনেও। এই ট্রেনের আসনসংখ্যা ৪৪০ টি। চাঁদপুরগামী এই ট্রেনের আসনের অর্ধেক ২২০ জন যাত্রী ভ্রমণ করার সুযোগ থাকলেও যাত্রী গেছেন মাত্র ১০৭ জন। ১০টায় ছেড়ে যাওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনেও যাত্রী কম ছিল। তবে সঠিক পরিসংখ্যানটি পাওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিন হওয়ায় যাত্রীর চাপ কম। কাল থেকে আশা করছি যাত্রী পাব।
কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী পরিবহন করা হচ্ছে উল্লেখ করে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঠিক সময়ে স্বাস্থ্যবিধি সব ট্রেনে ছেড়ে যাচ্ছে। যাত্রীদের মুখে মাস্ক ছাড়া ট্রেনে প্রবেশ করা হচ্ছে না।
এদিকে ট্রেনের মতো দূরপাল্লার বাসও চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে। খুলেছে হোটেল রেস্টুরেন্টও।
গণপরিবহন চালু রেখে ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে সরকারি আদেশের পর সীমিত আকারে ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। আজ ২৮ জোড়া আন্তনগর, নয় জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।
তবে নির্দেশনা অনুযায়ী, অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করা হবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে কাটতে হবে। যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৮ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৯ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে