Ajker Patrika

কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তার ২, প্রাইভেট কার জব্দ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০: ২৩
কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তার ২, প্রাইভেট কার জব্দ

কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা থেকে ৫০ কেজি গাঁজা এবং ২৪০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী মহাসড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি জানান। 

পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দত্তপাকুটিয়া গ্রামের বাসিন্দা মো. আবু সাঈদ (২৫) এবং সদর দক্ষিণ থানার মথুরাপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আমজাদ রকি (২০)। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী মহাসড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে প্রাইভেট কারে করে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজাসহ মো. আবু সাঈদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। অপর অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন মো. ইয়াকুব আমজাদ রকি। 

র‍্যাব গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে জানায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার কোতোয়ালি মডেল ও সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত