নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার মামলায় অভিযুক্ত নুর হোসেন শাওনের (২২) জামিন আবার নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা আসামির জামিন নামঞ্জুরের পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত যুবক হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত মামলাটির অপরাধের গুরুত্ব বিবেচনা করে দীর্ঘ শুনানির শেষে আসামির জামিন নামঞ্জুর করেন। গত ১৪ সেপ্টেম্বর একই আসামির জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে শ্লীলতাহানি করা হয়। এ সময় ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করা হয়। ঘটনার দুই দিন পর ২০ জুলাই ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে র্যাব অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত শাওনসহ ৬ জনকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় অন্য অভিযুক্তরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২), মো. সাইফুল (২৩) ও সাইফুল ইসলাম (২৪)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার মামলায় অভিযুক্ত নুর হোসেন শাওনের (২২) জামিন আবার নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা আসামির জামিন নামঞ্জুরের পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত যুবক হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত মামলাটির অপরাধের গুরুত্ব বিবেচনা করে দীর্ঘ শুনানির শেষে আসামির জামিন নামঞ্জুর করেন। গত ১৪ সেপ্টেম্বর একই আসামির জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে শ্লীলতাহানি করা হয়। এ সময় ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করা হয়। ঘটনার দুই দিন পর ২০ জুলাই ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে র্যাব অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত শাওনসহ ৬ জনকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় অন্য অভিযুক্তরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২), মো. সাইফুল (২৩) ও সাইফুল ইসলাম (২৪)।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
২৩ মিনিট আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
৪২ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১ ঘণ্টা আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১ ঘণ্টা আগে