ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়ায় লোকমান হোসেন (৪৪) নামে এক আইনজীবীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিন যুবককে আটক করে থানা–পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটে গতকাল রোববার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে।
আজ সোমবার সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিরা হলেন–মো. আশিক (২৫), মো. সফিক (২৬), নাজিবুর রহমান সানি (২৭), মো. খান জাহান আলী রমজান, প্রমোদ বর্মা (৪৫), দ্বীন ইসলাম (২৫), মো. শাওন (২৮)। এর মধ্যে আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আইনজীবী মো. লোকমান হোসেনের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে সাতজন ব্যক্তি প্রবেশ করেন। তারা গ্রেপ্তারি পরোয়ানার আসামি হিসেবে লোকমান হোসেনকে নিতে এসেছেন বলে জানান। পরিচয় ও গ্রেপ্তারি পরোয়ানার কাগজ দেখাতে বললে একপর্যায়ে জোরপূর্বক ভুক্তভোগীকে তুলে নেওয়ার চেষ্টা করেন তারা।
এ সময় চিৎকার ও চেঁচামেচি করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে পালিয়ে যাওয়ার সময় তিন ব্যক্তিকে আটক করা হয়। কাকি চারজন ব্যক্তি পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা জানায়, লোকমান হোসেনের আপন ছোট ভাই খান জাহান আলী রমজান তাদের টাকা দিয়ে ভাড়া করে অপহরণ করার জন্য পাঠিয়েছে। পরে খবর পেয়ে পুলিশ আটকদের থানায় নিয়ে যায় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে। এ ঘটনায় সোমবার লোকমান হোসেন বাদী হয়ে তার ভাই খান জাহান আলী রমজানসহ ৭ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন।
বাদী লোকমান হোসেন বলেন, ‘আমার ছোট ভাই খান জাহান আলী রমজানের সঙ্গে পারিবারিক জায়গা-সম্পদ নিয়ে ঝামেলা চলছে। তবে সেই ঝামেলায় টিকতে না পেরে রিহ্যাব সেন্টারের কিছু লোকজনকে ভাড়া করে ডিবি সাজিয়ে পাঠিয়েছে আমাকে অপহরণ করে নিয়ে হত্যা করতে। সে ক্ষেত্রে রোববার রাতে সাতজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে আমার বাড়িতে ঢুকে গ্রেপ্তারি পরোয়ানার আসামি বলে আমাকে জোর করে তুলে নিতে চাইছিল এবং মারধর করে। চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের আটক করে আমাকে উদ্ধার করে।’
এ বিষয়ে সদর মডেল থানা উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে আটক তিন যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়ায় লোকমান হোসেন (৪৪) নামে এক আইনজীবীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিন যুবককে আটক করে থানা–পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটে গতকাল রোববার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে।
আজ সোমবার সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিরা হলেন–মো. আশিক (২৫), মো. সফিক (২৬), নাজিবুর রহমান সানি (২৭), মো. খান জাহান আলী রমজান, প্রমোদ বর্মা (৪৫), দ্বীন ইসলাম (২৫), মো. শাওন (২৮)। এর মধ্যে আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আইনজীবী মো. লোকমান হোসেনের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে সাতজন ব্যক্তি প্রবেশ করেন। তারা গ্রেপ্তারি পরোয়ানার আসামি হিসেবে লোকমান হোসেনকে নিতে এসেছেন বলে জানান। পরিচয় ও গ্রেপ্তারি পরোয়ানার কাগজ দেখাতে বললে একপর্যায়ে জোরপূর্বক ভুক্তভোগীকে তুলে নেওয়ার চেষ্টা করেন তারা।
এ সময় চিৎকার ও চেঁচামেচি করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে পালিয়ে যাওয়ার সময় তিন ব্যক্তিকে আটক করা হয়। কাকি চারজন ব্যক্তি পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা জানায়, লোকমান হোসেনের আপন ছোট ভাই খান জাহান আলী রমজান তাদের টাকা দিয়ে ভাড়া করে অপহরণ করার জন্য পাঠিয়েছে। পরে খবর পেয়ে পুলিশ আটকদের থানায় নিয়ে যায় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে। এ ঘটনায় সোমবার লোকমান হোসেন বাদী হয়ে তার ভাই খান জাহান আলী রমজানসহ ৭ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন।
বাদী লোকমান হোসেন বলেন, ‘আমার ছোট ভাই খান জাহান আলী রমজানের সঙ্গে পারিবারিক জায়গা-সম্পদ নিয়ে ঝামেলা চলছে। তবে সেই ঝামেলায় টিকতে না পেরে রিহ্যাব সেন্টারের কিছু লোকজনকে ভাড়া করে ডিবি সাজিয়ে পাঠিয়েছে আমাকে অপহরণ করে নিয়ে হত্যা করতে। সে ক্ষেত্রে রোববার রাতে সাতজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে আমার বাড়িতে ঢুকে গ্রেপ্তারি পরোয়ানার আসামি বলে আমাকে জোর করে তুলে নিতে চাইছিল এবং মারধর করে। চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের আটক করে আমাকে উদ্ধার করে।’
এ বিষয়ে সদর মডেল থানা উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে আটক তিন যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৫ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৬ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৬ ঘণ্টা আগে