মো. আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
ভারত থেকে সরকারের নগদ টাকায় কেনা এক জাহাজ সিদ্ধ চালের মধ্যে বেশ কিছু খাওয়ার অনুপযোগী বলে চিহ্নিত হয়েছে। এসব চালের মধ্যে কিছু অংশ দেশের বিভিন্ন জেলায় পাঠানোর পর তা নিতে অস্বীকৃতি জানান স্থানীয় খাদ্যগুদামের কর্মকর্তারা। ফলে চট্টগ্রাম, লক্ষ্মীপুরসহ কয়েকটি জেলায় চালবাহী ট্রাকগুলো আটকা পড়ে। এ নিয়ে পরিবহন ঠিকাদার ও খাদ্য কর্মকর্তারা বাগ্বিতণ্ডায় জড়ালে প্রকাশ হয়ে পড়ে নিম্নমানের চাল আমদানির বিষয়টি। এরপর গত বৃহস্পতিবার দুপুর থেকে চট্টগ্রাম বন্দরের ওই জাহাজ থেকে চাল খালাস বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, সরকারি জিটুজি ক্রয় প্রক্রিয়ায় এমডি ড্রাগন নামের জাহাজটিতে করে আমদানি হয়েছে ১৯ হাজার ২০০ মেট্রিক টন সিদ্ধ চাল। এর মধ্যে দুই দিনে প্রায় ৪ হাজার মেট্রিক টন চাল খালাস করে পাঠানো হয়েছে চট্টগ্রাম, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার খাদ্যগুদামে। খালাস বন্ধের সময়ও জাহাজটিতে ১৫ হাজার মেট্রিক টনেরও বেশি চাল ছিল।
নিয়ম অনুযায়ী চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ পৌঁছার পর খাদ্য বিভাগের উদ্যোগে নমুনা সংগ্রহের করে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখার কথা। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ার পর তা চট্টগ্রাম কাস্টম হাউজে দাখিল করলে শুল্কায়ন প্রক্রিয়ায় যেতে হয়। শুল্কায়ন শেষে চাল খালাস হওয়ার কথা। তার আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংগ নিরোধ বিভাগের পরিদর্শন এবং ছাড়পত্র নেওয়ারও বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এমভি ড্রাগনের নিম্নমানের জাহাজের চাল খালাসের ক্ষেত্রে এসব বিধিবিধান ঠিকভাবে মানা হয়নি বলে অভিযোগ আছে।
চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) মো. জহিরুল ইসলাম নিম্নমানের চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি জানান, সরবরাহকারীর ভুলে এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। এ কারণে জাহাজের চাল খালাস বন্ধ রেখে নতুন করে নমুনা সংগ্রহ করা হচ্ছে।
কীভাবে খাওয়ার অনুপযোগী চাল জাহাজ থেকে খালাস হলো–এমন প্রশ্নের জবাবে চট্টগ্রামে খাদ্য বিভাগের ল্যাব কেমিস্ট, সহকারী রসায়নবিদ মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা নমুনা নিয়েছি জাহাজের উপরিভাগ থেকে। নিচে খারাপ চাল থাকলে আমরা জানব কী করে?’
খাদ্য বিভাগের বিভাগীয় পরিবহন ঠিকাদার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল হাই বলেন, ‘সূচি অনুযায়ী আমরা ট্রাকে করে সরকারি চাল বিভিন্ন খাদ্যগুদামে পাঠাই। কিন্তু গুদাম কর্মকর্তারা খারাপ এই চাল গ্রহণে অস্বীকৃতি জানান। এরপর বিষয়টি জানাজানি হয়।’
জানতে চাইলে খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুনেছি, কিছু চাল খারাপ আমদানির বিষয়টি আমাদের নজরে এসেছে। লোকজনকে বাছাই করতে বলেছি, বাছাই শেষে যেগুলো গ্রহণযোগ্য হবে তা আমরা রাখব, খারাপগুলো ফেরত পাঠাব।’
আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, চট্টগ্রাম থেকে এ পর্যন্ত ছয় ট্রাক চাল পাঠানো হয়, যেগুলো খালাসের অপেক্ষায় আছে জেলা খাদ্যগুদামে সামনে। লক্ষ্মীপুর সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল করিম টিটু জানান, একটি ট্রাকের মোট ৩০০ বস্তা খুলে খাওয়ার অনুপযোগী (একেবারে খারাপ) চাল পাওয়া গেছে ৩০ বস্তা। বাকি সব চাল লালচে ধরনের এবং বেশি পুরোনো। লক্ষ্মীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মঙখ্যই নিম্নমানের চাল পাওয়ার কথা নিশ্চিত করেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ভালো-খারাপ চাল আলাদা করার জন্য আমরা তিন সদস্যের একটি কমিটি করেছি। তিন দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে।’
ভারত থেকে সরকারের নগদ টাকায় কেনা এক জাহাজ সিদ্ধ চালের মধ্যে বেশ কিছু খাওয়ার অনুপযোগী বলে চিহ্নিত হয়েছে। এসব চালের মধ্যে কিছু অংশ দেশের বিভিন্ন জেলায় পাঠানোর পর তা নিতে অস্বীকৃতি জানান স্থানীয় খাদ্যগুদামের কর্মকর্তারা। ফলে চট্টগ্রাম, লক্ষ্মীপুরসহ কয়েকটি জেলায় চালবাহী ট্রাকগুলো আটকা পড়ে। এ নিয়ে পরিবহন ঠিকাদার ও খাদ্য কর্মকর্তারা বাগ্বিতণ্ডায় জড়ালে প্রকাশ হয়ে পড়ে নিম্নমানের চাল আমদানির বিষয়টি। এরপর গত বৃহস্পতিবার দুপুর থেকে চট্টগ্রাম বন্দরের ওই জাহাজ থেকে চাল খালাস বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, সরকারি জিটুজি ক্রয় প্রক্রিয়ায় এমডি ড্রাগন নামের জাহাজটিতে করে আমদানি হয়েছে ১৯ হাজার ২০০ মেট্রিক টন সিদ্ধ চাল। এর মধ্যে দুই দিনে প্রায় ৪ হাজার মেট্রিক টন চাল খালাস করে পাঠানো হয়েছে চট্টগ্রাম, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার খাদ্যগুদামে। খালাস বন্ধের সময়ও জাহাজটিতে ১৫ হাজার মেট্রিক টনেরও বেশি চাল ছিল।
নিয়ম অনুযায়ী চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ পৌঁছার পর খাদ্য বিভাগের উদ্যোগে নমুনা সংগ্রহের করে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখার কথা। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ার পর তা চট্টগ্রাম কাস্টম হাউজে দাখিল করলে শুল্কায়ন প্রক্রিয়ায় যেতে হয়। শুল্কায়ন শেষে চাল খালাস হওয়ার কথা। তার আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংগ নিরোধ বিভাগের পরিদর্শন এবং ছাড়পত্র নেওয়ারও বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এমভি ড্রাগনের নিম্নমানের জাহাজের চাল খালাসের ক্ষেত্রে এসব বিধিবিধান ঠিকভাবে মানা হয়নি বলে অভিযোগ আছে।
চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) মো. জহিরুল ইসলাম নিম্নমানের চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি জানান, সরবরাহকারীর ভুলে এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। এ কারণে জাহাজের চাল খালাস বন্ধ রেখে নতুন করে নমুনা সংগ্রহ করা হচ্ছে।
কীভাবে খাওয়ার অনুপযোগী চাল জাহাজ থেকে খালাস হলো–এমন প্রশ্নের জবাবে চট্টগ্রামে খাদ্য বিভাগের ল্যাব কেমিস্ট, সহকারী রসায়নবিদ মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা নমুনা নিয়েছি জাহাজের উপরিভাগ থেকে। নিচে খারাপ চাল থাকলে আমরা জানব কী করে?’
খাদ্য বিভাগের বিভাগীয় পরিবহন ঠিকাদার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল হাই বলেন, ‘সূচি অনুযায়ী আমরা ট্রাকে করে সরকারি চাল বিভিন্ন খাদ্যগুদামে পাঠাই। কিন্তু গুদাম কর্মকর্তারা খারাপ এই চাল গ্রহণে অস্বীকৃতি জানান। এরপর বিষয়টি জানাজানি হয়।’
জানতে চাইলে খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুনেছি, কিছু চাল খারাপ আমদানির বিষয়টি আমাদের নজরে এসেছে। লোকজনকে বাছাই করতে বলেছি, বাছাই শেষে যেগুলো গ্রহণযোগ্য হবে তা আমরা রাখব, খারাপগুলো ফেরত পাঠাব।’
আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, চট্টগ্রাম থেকে এ পর্যন্ত ছয় ট্রাক চাল পাঠানো হয়, যেগুলো খালাসের অপেক্ষায় আছে জেলা খাদ্যগুদামে সামনে। লক্ষ্মীপুর সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল করিম টিটু জানান, একটি ট্রাকের মোট ৩০০ বস্তা খুলে খাওয়ার অনুপযোগী (একেবারে খারাপ) চাল পাওয়া গেছে ৩০ বস্তা। বাকি সব চাল লালচে ধরনের এবং বেশি পুরোনো। লক্ষ্মীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মঙখ্যই নিম্নমানের চাল পাওয়ার কথা নিশ্চিত করেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ভালো-খারাপ চাল আলাদা করার জন্য আমরা তিন সদস্যের একটি কমিটি করেছি। তিন দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে।’
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৬ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৩৮ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৪২ মিনিট আগে