রাবি প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
মো. সালাম পঞ্চগড়ের বোদা উপজেলার দড়িপাড়া গ্রামের আয়নুল হকের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাথা থেঁতলানো ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নসহ সালামকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
জানা যায়, রুয়েটে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদের রডের কাজ করছিলেন সালাম। সকালে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ পাঁচতলার ছাদ থেকে পড়ে যান। পরে সাইটের কর্মরতরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় তিনি কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন।
জানতে চাইলে প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী বলেন, ‘মৃত্যুর সংবাদটি আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি ছিল। আমাদের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা না করায় দায়িত্বরত ঠিকাদারকে বহিষ্কার করেছি। তা ছাড়া একটা তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও প্রকল্পের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কারও বক্তব্য জানা যায়নি। এ ছাড়া কর্মরত সব শ্রমিককে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১ সালে একনেকে পাস হয় দুটি একাডেমিক ও একটি প্রশাসন ভবন। প্রশাসনিক ভবনের নির্মাণ ব্যয় ৩৭ কোটি ৭৭ লাখ, একাডেমিক ভবন (ইলেকট্রিক্যাল) ৬৪ কোটি ৬২ লাখ টাকা ধরা হয়েছে। দুর্ঘটনা কবলিত একাডেমিক ভবনের (সিভিল) ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৩৩ লাখ টাকা।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
মো. সালাম পঞ্চগড়ের বোদা উপজেলার দড়িপাড়া গ্রামের আয়নুল হকের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাথা থেঁতলানো ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নসহ সালামকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
জানা যায়, রুয়েটে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদের রডের কাজ করছিলেন সালাম। সকালে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ পাঁচতলার ছাদ থেকে পড়ে যান। পরে সাইটের কর্মরতরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় তিনি কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন।
জানতে চাইলে প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী বলেন, ‘মৃত্যুর সংবাদটি আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি ছিল। আমাদের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা না করায় দায়িত্বরত ঠিকাদারকে বহিষ্কার করেছি। তা ছাড়া একটা তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও প্রকল্পের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কারও বক্তব্য জানা যায়নি। এ ছাড়া কর্মরত সব শ্রমিককে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১ সালে একনেকে পাস হয় দুটি একাডেমিক ও একটি প্রশাসন ভবন। প্রশাসনিক ভবনের নির্মাণ ব্যয় ৩৭ কোটি ৭৭ লাখ, একাডেমিক ভবন (ইলেকট্রিক্যাল) ৬৪ কোটি ৬২ লাখ টাকা ধরা হয়েছে। দুর্ঘটনা কবলিত একাডেমিক ভবনের (সিভিল) ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৩৩ লাখ টাকা।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে প্রকৌশলী নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতা হারুনুর রশীদের বিরুদ্ধে। জানা গেছে, চলতি মাসে উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছিলেন নুরুল আফসার মোহাম্মদ সুলতানুল ইমাম নামের এক কর্মকর্তা। তবে রহস্যজনক কারণে যোগদানের মাত্
১ ঘণ্টা আগেঢাকা-বরিশাল নৌপথে যাত্রী পরিবহনে একধরনের খরা চলছে। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কাঙ্ক্ষিত যাত্রীদের দেখা মেলার আশা করছেন লঞ্চমালিক ও শ্রমিকেরা। এ জন্য ২৫ মার্চ থেকে এই নৌপথে লঞ্চ চালানোর রোটেশন বা পালা প্রথা উঠে যাচ্ছে। ওই দিন থেকে ঢাকা হতে বরিশালে ছয়টি করে লঞ্চ পরিচালনার জন্য বিআইডব্লিউটিএর কাছে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেবরিশালের মুলাদীতে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) হাত ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নাজিপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী কিশোরী উপজেলার একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
৪ ঘণ্টা আগে