রাঙামাটিতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ২০: ৩৯
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২০: ৫১
রাঙামাটিতে সেনা অভিযানে উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ। ছবি: সংগৃহীত

রাঙামাটিতে সেনা অভিযানে বিদেশি রাইফেলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে বন্দুকভাঙ্গা ইউনিয়নের চিতারডাক এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

তবে সেনা অভিযান টের পেয়ে সশস্ত্র সদস্যরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আজ বৃহস্পতিবার সেনাবাহিনী থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রাইফেল, অ্যামো. ২০ রাউন্ড, একটি সিলিং ও একটি ম্যাগাজিন। পাহাড়ের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত