ম্যাজিস্ট্রেট আসার আগেই পালালেন হাসপাতালের কর্মকর্তা–কর্মচারী 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২২, ১৬: ৪২

ম্যাজিস্ট্রেট আসার আগেই কর্মকর্তা–কর্মচারীরা পালিয়ে গেল। ঘটনা গত রোববার বিকেলের। রোগীতে ভরপুর ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসকের দেওয়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে সমানতালে। হঠাৎ সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রবেশ। আর তাঁর উপস্থিতি টের পেয়েই পালিয়ে যান দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা। 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক বা সংশ্লিষ্ট কাউকে না পেয়ে ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। একই সময়ে অভিযান চালিয়ে আরও একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং দুটি ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘সীতাকুণ্ডে কোনো ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল কিনা তা খতিয়ে দেখতে রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুমিরা সি-ভিউ ল্যাব সেন্টার ও হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারের কোনোরকম অনুমোদন না থাকায় বন্ধ করে দেয়া হয়।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ‘এ ছাড়া কিছু কিছু নথিপত্র না থাকাসহ বিভিন্ন কারণে ভাটিয়ারি এলাকার লাইভ সেভার ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ১৫ দিনের মধ্যে নথিপত্র ঠিক করে আনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত