সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ম্যাজিস্ট্রেট আসার আগেই কর্মকর্তা–কর্মচারীরা পালিয়ে গেল। ঘটনা গত রোববার বিকেলের। রোগীতে ভরপুর ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসকের দেওয়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে সমানতালে। হঠাৎ সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রবেশ। আর তাঁর উপস্থিতি টের পেয়েই পালিয়ে যান দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক বা সংশ্লিষ্ট কাউকে না পেয়ে ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। একই সময়ে অভিযান চালিয়ে আরও একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং দুটি ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘সীতাকুণ্ডে কোনো ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল কিনা তা খতিয়ে দেখতে রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুমিরা সি-ভিউ ল্যাব সেন্টার ও হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারের কোনোরকম অনুমোদন না থাকায় বন্ধ করে দেয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ‘এ ছাড়া কিছু কিছু নথিপত্র না থাকাসহ বিভিন্ন কারণে ভাটিয়ারি এলাকার লাইভ সেভার ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ১৫ দিনের মধ্যে নথিপত্র ঠিক করে আনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।’
ম্যাজিস্ট্রেট আসার আগেই কর্মকর্তা–কর্মচারীরা পালিয়ে গেল। ঘটনা গত রোববার বিকেলের। রোগীতে ভরপুর ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসকের দেওয়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে সমানতালে। হঠাৎ সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রবেশ। আর তাঁর উপস্থিতি টের পেয়েই পালিয়ে যান দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক বা সংশ্লিষ্ট কাউকে না পেয়ে ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। একই সময়ে অভিযান চালিয়ে আরও একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং দুটি ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘সীতাকুণ্ডে কোনো ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল কিনা তা খতিয়ে দেখতে রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুমিরা সি-ভিউ ল্যাব সেন্টার ও হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারের কোনোরকম অনুমোদন না থাকায় বন্ধ করে দেয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ‘এ ছাড়া কিছু কিছু নথিপত্র না থাকাসহ বিভিন্ন কারণে ভাটিয়ারি এলাকার লাইভ সেভার ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ১৫ দিনের মধ্যে নথিপত্র ঠিক করে আনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।’
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আন।
১ ঘণ্টা আগেরাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগে এক দশক ধরে অকেজো পড়ে আছে প্রায় ১১ কোটি টাকার ল্যাসিক মেশিন। এতে চোখের চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে পুরোপুরি নষ্ট হওয়া থেকে মেশিনটি বাঁচাতে দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র পরিচালনায় হাসপাতাল কর্
২ ঘণ্টা আগেদেশে ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো মাত্রার কিডনি রোগে আক্রান্ত। দীর্ঘমেয়াদি এই রোগের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। ফলে আক্রান্ত ব্যক্তি, পরিবার এবং
২ ঘণ্টা আগেসড়কের পাশে একটি কাচের শোকেসে নানা রকম মুখরোচক খাবার। পাশেই বড় চুলায় বসানো কড়াইয়ে গরম তেলে ভাজা বা ভুনা হচ্ছে নানা পদ। সুবাস ছড়িয়ে পড়ছে চারদিকে। সামনে কেনার জন্য ভিড় নানা বয়সী রোজাদারের।
৫ ঘণ্টা আগে