Ajker Patrika

ছিনতাইকারী ধরতে গিয়ে মিলল লুট হওয়া রিভলবার–গুলি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে লুট হওয়া রিভলবার–গুলি উদ্ধার। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে লুট হওয়া রিভলবার–গুলি উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

ছিনতাইকারী ধরতে গিয়ে চট্টগ্রামে ৫ আগস্টে থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি রিভলবার–গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার নগরীর পাহাড়তলী সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খাল পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল দুটি বিদেশি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি। পরে পুলিশ ওই সব অস্ত্র উদ্ধার করে নিয়ে আসে।

জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর দুর্বৃত্তরা চট্টগ্রামের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এরপর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত