Ajker Patrika

নৌকার সমর্থকেরা আমাকে লাঞ্ছিত করেছে: লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
নৌকার সমর্থকেরা আমাকে লাঞ্ছিত করেছে: লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবন

নৌকার সমর্থকদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঈগল প্রতীকের গণসংযোগ ও প্রচারণা শুরুর কিছুক্ষণ পরেই রামগঞ্জ শহরের সোনাপুর চৌরাস্তায় নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আতঙ্কে সোনাপুর-মৌলভীবাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। 

হাবিবুর রহমান পবন বলেন, ‘আমার প্রতীক ঈগলে ভোট চেয়ে লিফলেট বিতরণে নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন। নেতা-কর্মী ও সমর্থকেরা সোনাপুর চৌরাস্তায় গণসংযোগ শেষে মৌলভীবাজার গিয়ে আবার সোনাপুর চৌরাস্তায় ফিরে আসার সময় নৌকা প্রতীকের সমর্থকেরা সোনাপুর চৌরাস্তার উত্তর প্রান্ত থেকে মৌলভীবাজারে আমাদের গণসংযোগের সামনে এসে নৌকার স্লোগান অব্যাহত রাখে। এ সময় নৌকা প্রতীকের বেশ কয়েকজন সমর্থক আমাকে ও আমার নেতা–কর্মীদের পাঞ্জাবি ও জামা ধরে টান মারে। নৌকার সমর্থকেরা আমাকে লাঞ্ছিত করেছে। আমি বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েছি।’ 

পরে হাবিবুর রহমান তাঁর কর্মী সমর্থকদের নিয়ে শহরের কলাবাগান সড়ক হয়ে সোনাপুর বাজার পর্যন্ত গণসংযোগ অব্যাহত রাখেন। 

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খাঁনের বরাতে তাঁর জনসংযোগ কর্মকর্তা বেলাল আহম্মেদ বলেন, ‘আমি নয়নপুর থেকে গণসংযোগ শেষ করে রামগঞ্জে ফিরছি। আমি বিষয়টি হালকা শুনেছি, তবে বিস্তারিত জানতে পারিনি।’ 

তবে বিষয়টি অস্বীকার করে নৌকা প্রতীকের মিছিলে অংশগ্রহণকারী উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল বলেন, ‘আমরা নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করি। হঠাৎ করেই ঈগল সমর্থকেরা পৌর সোনাপুর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক ফাহিমের ওপর হামলা চালালে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হয়।’ 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ‘বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। ঘটনাস্থলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যরা রয়েছেন। প্রার্থী হাবিবুর রহমানের মাধ্যমে আমার কাছে একটা ভিডিও ফুটেজে এসেছে, মনিটরিং করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত