নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার দলের ক্ষুব্ধ নেতা-কর্মীদের কাছে চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
বিএনপির সূত্র জানায়, আজ শনিবার কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বাবা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি গিয়ে দলের নেতা-কর্মীদের রোষানলে পড়েন বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার। ১১ আগস্ট রাতে চট্টগ্রামের চকবাজারের গ্রামার স্কুলের পাশে মীর নাছিরের বাসায় যান সেনাবাহিনীর সদস্যরা। আজ বিষয়টি জানাজানি হয়। এস আলমের ঘনিষ্ঠ এক ব্যক্তি বস্তাভর্তি টাকা নিয়ে মীর নাছিরের বাসায় গেছে, এমন খবরে সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান চালান।
অভিযানের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বাসায় সেনাসদস্যদের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মীর নাছির। তিনি আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনীর একটি দল বাসা ঘুরে গেছে। তবে টাকা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
এদিকে আজ মিরসরাইয়ের উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। আজ দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি যান তিনি। এ খবরে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা দলে দলে জড়ো হয়ে বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ করেন। একই সঙ্গে বাড়ির পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
পরে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শামীমের নির্দেশে সেখানে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। এ সময় নেতা-কর্মীদের শান্ত করে প্রায় চার ঘণ্টা পর সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধ বিএনপি নেতাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ নিজের গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন, এমন খবর ছিল বিএনপি নেতা-কর্মীদের কাছে। আজ দুপুর ১২টার দিকে তাঁকে উদ্ধার করতে ওই বাড়ি যান গোলাম আকবর খন্দকার। এ খবর শুনে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন।
গোলাম আকবর খন্দকার সাংবাদিকদের বলেন, ‘মনিরুল ইসলাম ইউসুফ কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য এবং মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি আমাকে চায়ের দাওয়াত দিলে দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আজ তাঁর বাড়ি যাই। সেখানে গিয়ে দলের কিছু নেতা-কর্মীর মুখে শুনি তাঁর ছেলে নিয়াজ মোর্শেদ এলিট যুবলীগ নেতা। এসব অভিযোগ কেউ আমাকে আগে দেয়নি।’
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার দলের ক্ষুব্ধ নেতা-কর্মীদের কাছে চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
বিএনপির সূত্র জানায়, আজ শনিবার কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বাবা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি গিয়ে দলের নেতা-কর্মীদের রোষানলে পড়েন বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার। ১১ আগস্ট রাতে চট্টগ্রামের চকবাজারের গ্রামার স্কুলের পাশে মীর নাছিরের বাসায় যান সেনাবাহিনীর সদস্যরা। আজ বিষয়টি জানাজানি হয়। এস আলমের ঘনিষ্ঠ এক ব্যক্তি বস্তাভর্তি টাকা নিয়ে মীর নাছিরের বাসায় গেছে, এমন খবরে সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান চালান।
অভিযানের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বাসায় সেনাসদস্যদের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মীর নাছির। তিনি আজকের পত্রিকাকে বলেন, সেনাবাহিনীর একটি দল বাসা ঘুরে গেছে। তবে টাকা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
এদিকে আজ মিরসরাইয়ের উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। আজ দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফের বাড়ি যান তিনি। এ খবরে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা দলে দলে জড়ো হয়ে বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ করেন। একই সঙ্গে বাড়ির পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
পরে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শামীমের নির্দেশে সেখানে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। এ সময় নেতা-কর্মীদের শান্ত করে প্রায় চার ঘণ্টা পর সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধ বিএনপি নেতাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ নিজের গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন, এমন খবর ছিল বিএনপি নেতা-কর্মীদের কাছে। আজ দুপুর ১২টার দিকে তাঁকে উদ্ধার করতে ওই বাড়ি যান গোলাম আকবর খন্দকার। এ খবর শুনে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন।
গোলাম আকবর খন্দকার সাংবাদিকদের বলেন, ‘মনিরুল ইসলাম ইউসুফ কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য এবং মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি আমাকে চায়ের দাওয়াত দিলে দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আজ তাঁর বাড়ি যাই। সেখানে গিয়ে দলের কিছু নেতা-কর্মীর মুখে শুনি তাঁর ছেলে নিয়াজ মোর্শেদ এলিট যুবলীগ নেতা। এসব অভিযোগ কেউ আমাকে আগে দেয়নি।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৪ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৫ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৬ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৬ ঘণ্টা আগে