কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১০: ৪৭
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১১: ২৫

কুমিল্লা সীমান্তে ভারতের ভেতরে বিএসএফের গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ নিয়ে যায় বিএসএফ। গতকাল সোমবার সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে। 

নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে সেখানে তিনি নিহত হন। পরে বিএসএফ সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যান। 

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন বলেন, কামাল হোসেন নামের ওই যুবক ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গেছেন। 

এই কর্মকর্তা আরও বলেন, ‘ওই যুবকের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজ বেলা ১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত