পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় আয়েশা সুলতানা সুমি নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে পটিয়া আইনজীবী সমিতি।
আইনি সেবা নিতে আসা বিভিন্ন মক্কেলের কাছে আইনজীবী পরিচয়ে নানাভাবে হয়রানিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইনজীবী সমিতির সভায় ওই আইনজীবীর বিরুদ্ধে বিধিনিষেধ জারি করে পটিয়া জজ আদালত এবং পটিয়া ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশ মুখে নোটিশ টাঙানো হয়েছে। বিষয়টি দুই আদালতের বিচারকদেরও জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা।
উল্লেখ্য, আয়েশা সুলতানার বিরুদ্ধে একাধিক সেবা প্রার্থী আইনজীবী পরিচয়ে টাকা নেওয়া এবং নানাভাবে হয়রানি করে বলে পটিয়া আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেন।
আইনজীবী সমিতির নেতারা জানান, অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় এবং ওই কথিত শিক্ষানবিশ আইনজীবী চুক্তিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই আইনজীবী পটিয়া উপজেলার দক্ষিণ খরনা এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবা আজমিরি মিষ্টি বলেন, ‘শিক্ষানবিশ আইনজীবী আয়েশা সুলতানা সুমির বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সমিতির সাবেক দুই জন সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতিকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি পাঁচটি অভিযোগ গোপনে ও প্রকাশ্যে তদন্ত করেন। অভিযুক্ত শিক্ষানবিশ আইনজীবী সুমির বক্তব্য নেওয়া হয়।’
মাহবুবা আজমিরি বলেন, ‘শিক্ষানবিশ হিসেবে পটিয়া আইনজীবী সমিতির কোনো বারের শিক্ষানবিশ কার্ড দেখাতে ব্যর্থ হয়েছেন সুমি। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছেন উল্লেখ করে গত ১৭ জুলাই প্রতিবেদন দাখিল করেন। গত ২ আগস্ট সমিতির অনুষ্ঠিত সভায় পটিয়া আইনজীবী সমিতি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে। আয়েশা সুলতানা সুমি সমিতির আদেশ অমান্য করলে তাঁকে টাউট হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
পটিয়া আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই আদেশ পুনর্বিবেচনার জন্য সমিতির কাছে আবেদন করেছেন। আগামী মঙ্গলবার সমিতির সাধারণ সভায় সেটি নিয়ে আলোচনা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আয়েশা আক্তার সুমি বলেন, তাঁর কাছে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয়পত্র আছে। তদন্ত কমিটিকে সেটি দেখিয়েছেন। তিনি বলেন, ‘কিন্তু তা গোপন করে তদন্ত কমিটি আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। আমার সাবেক স্বামীর প্ররোচনায় আইনজীবী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টি আমাকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। আমি তাঁদের বিরুদ্ধে আমি মামলা করব। পটিয়া আইনজীবী সমিতির সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আমি পেশায় নিয়োজিত আছি এবং থাকব।’
পটিয়ায় আয়েশা সুলতানা সুমি নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে পটিয়া আইনজীবী সমিতি।
আইনি সেবা নিতে আসা বিভিন্ন মক্কেলের কাছে আইনজীবী পরিচয়ে নানাভাবে হয়রানিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইনজীবী সমিতির সভায় ওই আইনজীবীর বিরুদ্ধে বিধিনিষেধ জারি করে পটিয়া জজ আদালত এবং পটিয়া ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশ মুখে নোটিশ টাঙানো হয়েছে। বিষয়টি দুই আদালতের বিচারকদেরও জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা।
উল্লেখ্য, আয়েশা সুলতানার বিরুদ্ধে একাধিক সেবা প্রার্থী আইনজীবী পরিচয়ে টাকা নেওয়া এবং নানাভাবে হয়রানি করে বলে পটিয়া আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেন।
আইনজীবী সমিতির নেতারা জানান, অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় এবং ওই কথিত শিক্ষানবিশ আইনজীবী চুক্তিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই আইনজীবী পটিয়া উপজেলার দক্ষিণ খরনা এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবা আজমিরি মিষ্টি বলেন, ‘শিক্ষানবিশ আইনজীবী আয়েশা সুলতানা সুমির বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সমিতির সাবেক দুই জন সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতিকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি পাঁচটি অভিযোগ গোপনে ও প্রকাশ্যে তদন্ত করেন। অভিযুক্ত শিক্ষানবিশ আইনজীবী সুমির বক্তব্য নেওয়া হয়।’
মাহবুবা আজমিরি বলেন, ‘শিক্ষানবিশ হিসেবে পটিয়া আইনজীবী সমিতির কোনো বারের শিক্ষানবিশ কার্ড দেখাতে ব্যর্থ হয়েছেন সুমি। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছেন উল্লেখ করে গত ১৭ জুলাই প্রতিবেদন দাখিল করেন। গত ২ আগস্ট সমিতির অনুষ্ঠিত সভায় পটিয়া আইনজীবী সমিতি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পটিয়ার দুটি আদালতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে। আয়েশা সুলতানা সুমি সমিতির আদেশ অমান্য করলে তাঁকে টাউট হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
পটিয়া আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই আদেশ পুনর্বিবেচনার জন্য সমিতির কাছে আবেদন করেছেন। আগামী মঙ্গলবার সমিতির সাধারণ সভায় সেটি নিয়ে আলোচনা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আয়েশা আক্তার সুমি বলেন, তাঁর কাছে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয়পত্র আছে। তদন্ত কমিটিকে সেটি দেখিয়েছেন। তিনি বলেন, ‘কিন্তু তা গোপন করে তদন্ত কমিটি আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। আমার সাবেক স্বামীর প্ররোচনায় আইনজীবী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়টি আমাকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। আমি তাঁদের বিরুদ্ধে আমি মামলা করব। পটিয়া আইনজীবী সমিতির সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আমি পেশায় নিয়োজিত আছি এবং থাকব।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে