নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রার্থীরা দিনরাত এককরে সদস্যদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। নিজের জন্য ভোট চেয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থী ও সমর্থদের মধ্যে নেই কোনো ক্ষোভ-হিংসা। নেই কোনো মারামারিও। এ যেন জাতীয় নির্বাচনী প্রচারণা। এর মধ্যে দুই সভাপতি প্রার্থী জনপ্রিয় হওয়ায় কাকে বেছে নেবেন, সেই দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন স্বয়ং প্রার্থীরাই।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন ঘিরেই এমন পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচন আগামী ১২ জানুয়ারি সিআরবিতে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা এএম সালাহউদ্দীন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন ও সোসাইটির সদস্য মোজাম্মেল হক। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা করা হচ্ছে এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিনের মধ্যে।
রেলওয়ে হাউজিং সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মিন্টু বড়ুয়া জানান, সোসাইটিতে মোট ৭৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৮ জন ভোটারের সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। ১২ জানুয়ারি নির্বাচনের আগে আদালত থেকে স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে আসলে তারা ভোট দিতে পারবেন। নির্বাচনে সভাপতি ছাড়াও সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পরিচালক পদে ২১ জন অংশগ্রহণ করছেন।
সবচেয়ে বেশি প্রচারণায় অংশ নিচ্ছেন এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিন। তাঁরা সমর্থকসহ বিভিন্ন জায়গায় গিয়ে ভোট চাচ্ছেন। দুই প্রার্থীই সদস্যদের বাসস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন বলে সদস্যদের দুয়ারে যাচ্ছি তাই নয়। চেষ্টা করি অন্যসময়ে দুসময়ে তাঁদের পাশে দাঁড়াতে। হাউজিংয়ের জন্য ভূমি ব্যবস্থাপনার জটিলতা কেটে গেছে। নির্বাচিত হলে সদস্যদের বাসস্থান নিশ্চিত করব। বাংলাদেশ রেল
ওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন তিন বছর পরপর অনুষ্ঠিত হয়।
প্রার্থীরা দিনরাত এককরে সদস্যদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। নিজের জন্য ভোট চেয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থী ও সমর্থদের মধ্যে নেই কোনো ক্ষোভ-হিংসা। নেই কোনো মারামারিও। এ যেন জাতীয় নির্বাচনী প্রচারণা। এর মধ্যে দুই সভাপতি প্রার্থী জনপ্রিয় হওয়ায় কাকে বেছে নেবেন, সেই দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন স্বয়ং প্রার্থীরাই।
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন ঘিরেই এমন পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচন আগামী ১২ জানুয়ারি সিআরবিতে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা এএম সালাহউদ্দীন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন ও সোসাইটির সদস্য মোজাম্মেল হক। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা করা হচ্ছে এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিনের মধ্যে।
রেলওয়ে হাউজিং সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মিন্টু বড়ুয়া জানান, সোসাইটিতে মোট ৭৪০ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৮ জন ভোটারের সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। ১২ জানুয়ারি নির্বাচনের আগে আদালত থেকে স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে আসলে তারা ভোট দিতে পারবেন। নির্বাচনে সভাপতি ছাড়াও সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পরিচালক পদে ২১ জন অংশগ্রহণ করছেন।
সবচেয়ে বেশি প্রচারণায় অংশ নিচ্ছেন এএম সালাহউদ্দীন ও বোরহান উদ্দিন। তাঁরা সমর্থকসহ বিভিন্ন জায়গায় গিয়ে ভোট চাচ্ছেন। দুই প্রার্থীই সদস্যদের বাসস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন বলে সদস্যদের দুয়ারে যাচ্ছি তাই নয়। চেষ্টা করি অন্যসময়ে দুসময়ে তাঁদের পাশে দাঁড়াতে। হাউজিংয়ের জন্য ভূমি ব্যবস্থাপনার জটিলতা কেটে গেছে। নির্বাচিত হলে সদস্যদের বাসস্থান নিশ্চিত করব। বাংলাদেশ রেল
ওয়ে এমপ্লয়িজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন তিন বছর পরপর অনুষ্ঠিত হয়।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
২১ মিনিট আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগে