ফেনী প্রতিনিধি
ফেনীতে ২ হাজার ৮৮০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ২৩৫ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১০০ পিস থ্রিপিসসহ কাভার্ডভ্যানের চালক মো. শাহ আলম (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে ফেনীর হাসপাতাল মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় শাড়ি বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
আটককৃত শাহ আলম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বিজয়করা এলাকার আবদুল জলিলের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ও চোরাচালানকারী।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন চোরাকারবারিরা বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি-কাপড় একটি কাভার্ডভ্যানে করে ফেনীর সীমান্তবর্তী ফুলগাজী থানা এলাকা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের ফেনীর হাসপাতাল মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪২টি পাটের বস্তা ও ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ হাজার ৮৮০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ২৩৫ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১০০ পিস থ্রিপিস উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যান চালক মো. শাহ আলমকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন ধরে সুকৌশলে ভারতীয় মালামালগুলো সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা হচ্ছে। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন তাঁরা। জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ৮৮ লাখ ১০ হাজার টাকা।’
মোহাম্মদ সাদেকুল ইসলাম আরও বলেন, ‘পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’
ফেনীতে ২ হাজার ৮৮০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ২৩৫ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১০০ পিস থ্রিপিসসহ কাভার্ডভ্যানের চালক মো. শাহ আলম (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে ফেনীর হাসপাতাল মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় শাড়ি বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
আটককৃত শাহ আলম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বিজয়করা এলাকার আবদুল জলিলের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ও চোরাচালানকারী।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন চোরাকারবারিরা বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি-কাপড় একটি কাভার্ডভ্যানে করে ফেনীর সীমান্তবর্তী ফুলগাজী থানা এলাকা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের ফেনীর হাসপাতাল মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪২টি পাটের বস্তা ও ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ হাজার ৮৮০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ২৩৫ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১০০ পিস থ্রিপিস উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যান চালক মো. শাহ আলমকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন ধরে সুকৌশলে ভারতীয় মালামালগুলো সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা হচ্ছে। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন তাঁরা। জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ৮৮ লাখ ১০ হাজার টাকা।’
মোহাম্মদ সাদেকুল ইসলাম আরও বলেন, ‘পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৮ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৯ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে