সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১৯: ৪৬
Thumbnail image

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সাবেক সচিব হেলাল উদ্দিন গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নাম অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ঢাকার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

হেলালুদ্দিন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত