নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংস্কারকাজে অনিয়ম নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন অন্য সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান। তাঁদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখলেও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে পারেননি সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন।
অভিযান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, কাজ ইতিমধ্যে অর্ধেক শেষ হয়েছে। বেশির ভাগ কাজের ঠিকাদার নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি সিটি করপোরেশন। আবার যেসব কাগজ দিয়েছে, তার একটি যাচাইয়ের জন্য ঠিকাদারের মোবাইল নম্বরে ফোন করে দেখা গেছে, নম্বরটি কোনো ঠিকাদারের নয়। তিনি চাঁদপুরের এক ব্যক্তি।
ুদক কর্মকর্তা আমির হোসাইন বলেন, ‘দীর্ঘক্ষণ বসিয়ে রেখে মাত্র তিনটি ফাইল তাঁরা আমাদের দিয়েছেন। আর আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলে জেনেছি, এখনো সাতটা কাজ চলমান। কিন্তু এ সাতটা কাজের কাগজপত্র দেখাতে পারেনি। অলরেডি কাজের হাফ ডান।’
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সিটি করপোরেশনে তাণ্ডব চালানো হয়। লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় নগর ভবনে। এতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৪৯ টাকার ক্ষতি হয়। সম্প্রতি এসবেরই সংস্কারকাজ শুরু হয়েছে; কিন্তু নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে না। এ বিষয়ে গত বছরের ৩১ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘টেন্ডার-কোটেশন ছাড়াই বিএনপি নেতাকে কাজ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান চালায় দুদক।
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, ‘তাঁরা তাঁদের মতো বক্তব্য দিয়েছেন। আমরা নিয়ম মেনেই কাজ করছি।’
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংস্কারকাজে অনিয়ম নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন অন্য সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান। তাঁদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখলেও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে পারেননি সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন।
অভিযান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, কাজ ইতিমধ্যে অর্ধেক শেষ হয়েছে। বেশির ভাগ কাজের ঠিকাদার নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি সিটি করপোরেশন। আবার যেসব কাগজ দিয়েছে, তার একটি যাচাইয়ের জন্য ঠিকাদারের মোবাইল নম্বরে ফোন করে দেখা গেছে, নম্বরটি কোনো ঠিকাদারের নয়। তিনি চাঁদপুরের এক ব্যক্তি।
ুদক কর্মকর্তা আমির হোসাইন বলেন, ‘দীর্ঘক্ষণ বসিয়ে রেখে মাত্র তিনটি ফাইল তাঁরা আমাদের দিয়েছেন। আর আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলে জেনেছি, এখনো সাতটা কাজ চলমান। কিন্তু এ সাতটা কাজের কাগজপত্র দেখাতে পারেনি। অলরেডি কাজের হাফ ডান।’
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সিটি করপোরেশনে তাণ্ডব চালানো হয়। লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় নগর ভবনে। এতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৪৯ টাকার ক্ষতি হয়। সম্প্রতি এসবেরই সংস্কারকাজ শুরু হয়েছে; কিন্তু নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে না। এ বিষয়ে গত বছরের ৩১ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘টেন্ডার-কোটেশন ছাড়াই বিএনপি নেতাকে কাজ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান চালায় দুদক।
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, ‘তাঁরা তাঁদের মতো বক্তব্য দিয়েছেন। আমরা নিয়ম মেনেই কাজ করছি।’
বালুমহাল ইজারা নিয়ে মাটি লুট করছেন রাজশাহীর হুন্ডি কারবারি হিসেবে আলোচিত মুখলেসুর রহমান ওরফে মুকুল। এলাকাবাসী এক জোট হয়ে মাটি লুটের প্রতিবাদ করলেও তাঁরা মুকুলের ক্ষমতার কাছে অসহায়ত্ব বরণ করে নিয়েছেন।
৮ ঘণ্টা আগেবুল বুল চৌধুরী নামের এক ব্যক্তির জন্মনিবন্ধন ব্যবহার করে হবিগঞ্জের বাহুবল উপজেলায় কোটি টাকার জমি বিক্রি করা হয়। বুল বুল চৌধুরীর জন্মনিবন্ধনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্য দেওয়া।
৮ ঘণ্টা আগেজাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) যশোরের মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে অর্থ লোপাটের নানা অভিযোগ উঠেছে। এখানে প্রশিক্ষণের নামে ভুয়া বিল ভাউচার, নাশতার ব্যয় এবং কেন্দ্রের কক্ষ ও কোয়ার্টার ভাড়া থেকে টাকা হাতানো হচ্ছে। সেই সঙ্গে অফিস ফাঁকি ও নামমাত্র মাঠ প্রশিক্ষণের অভিযোগ
৮ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চলের মতো খোদ রাজধানী শহরেও প্রতিদিন ঝুঁকিপূর্ণ ‘স্কুল ভ্যানে’ যাতায়াত করে হাজারো স্কুলশিক্ষার্থী। অনেকটা খাঁচার মতো তিন চাকার ওপর হালকা কাঠামোর এসব ভ্যানে ১০ জন করে শিশুশিক্ষার্থী আনা-নেওয়া করা হয়। অল্প সময়ে বেশিসংখ্যক শিক্ষার্থী পরিবহনের জন্য সম্প্রতি এই বাহনে যুক্ত করা হয়েছে মোটর।
৮ ঘণ্টা আগে