চাঁদপুর প্রতিনিধি
সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন কাজ করে চলেছেন। তিনি যেভাবের দেশের অর্থনৈতিক উন্নয়ন করছেন, দেশ তত অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।’
আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আমাদের এই রোগীদের পাশে দাঁড়ানোর সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি। কারণ দেশে সরকারি ভালো ভালো হাসপাতাল তৈরি হয়েছে। অনেক ডায়াগনস্টিক সেন্টার হয়েছে এবং সেখানে স্বল্পমূল্যে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। কাজেই আপনাদের বলব কোনো দালালের খপ্পরে পড়বেন না। আপনার অসুস্থতার বিষয়ে সরাসরি চিকিৎসকের কাছে যাবেন এবং সেবা নেবেন। প্রয়োজন হলে সরকারি হাসপাতালে যাবেন। আপনাদের অনুরোধ করব সরকারি হাসপাতালে গেলে সেখানে সবচাইতে ভালো চিকিৎসা পাবেন এটির নিশ্চয়তা দেওয়া যায়। কারণ এসব হাসপাতালগুলোতে দেশের সবচেয়ে অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন।’
শেখ হাসিনার সরকার সমাজ সেবায় মানুষের পাশে দাঁড়াচ্ছে উল্লেখ করে দীপু মনি বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আপনাদের পাশে আরও বেশি দাঁড়াতে পারব। আমি আপনাদের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আপনাদের যে কষ্টটা হচ্ছে তাঁর থেকে দ্রুত সুস্থতা কামনা করি।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্রোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক কর্মসূচির আওতায় অনুষ্ঠানে ১৩৬ জন রোগীকে ৫০ হাজার করে ৬৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি দীপু মনি রোগীদের হাতে এসব চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌদুরী।
জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি.) মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়। স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ অধিদপ্তরের (চাঁদপুর) উপপরিচালক রজত শুভ্র সরকার।
সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন কাজ করে চলেছেন। তিনি যেভাবের দেশের অর্থনৈতিক উন্নয়ন করছেন, দেশ তত অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।’
আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আমাদের এই রোগীদের পাশে দাঁড়ানোর সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি। কারণ দেশে সরকারি ভালো ভালো হাসপাতাল তৈরি হয়েছে। অনেক ডায়াগনস্টিক সেন্টার হয়েছে এবং সেখানে স্বল্পমূল্যে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। কাজেই আপনাদের বলব কোনো দালালের খপ্পরে পড়বেন না। আপনার অসুস্থতার বিষয়ে সরাসরি চিকিৎসকের কাছে যাবেন এবং সেবা নেবেন। প্রয়োজন হলে সরকারি হাসপাতালে যাবেন। আপনাদের অনুরোধ করব সরকারি হাসপাতালে গেলে সেখানে সবচাইতে ভালো চিকিৎসা পাবেন এটির নিশ্চয়তা দেওয়া যায়। কারণ এসব হাসপাতালগুলোতে দেশের সবচেয়ে অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন।’
শেখ হাসিনার সরকার সমাজ সেবায় মানুষের পাশে দাঁড়াচ্ছে উল্লেখ করে দীপু মনি বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আপনাদের পাশে আরও বেশি দাঁড়াতে পারব। আমি আপনাদের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আপনাদের যে কষ্টটা হচ্ছে তাঁর থেকে দ্রুত সুস্থতা কামনা করি।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্রোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক কর্মসূচির আওতায় অনুষ্ঠানে ১৩৬ জন রোগীকে ৫০ হাজার করে ৬৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি দীপু মনি রোগীদের হাতে এসব চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌদুরী।
জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি.) মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়। স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ অধিদপ্তরের (চাঁদপুর) উপপরিচালক রজত শুভ্র সরকার।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৭ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৭ ঘণ্টা আগে