নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাজনীতিতে নুরুল হক নুর ও হিরো আলমের ‘উত্থানের’ নেপথ্যে বিএনপির ‘হাত’ আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘হিরো আলম বা নুরের মতো তথাকথিত নেতার উত্থান, তথাকথিতই বলব। এদের নেপথ্যে থেকে কারা সহযোগিতা করছে? বিএনপি এটা করছে।’
আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু হলে’ নগর আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় নাছির এসব কথা বলেন। চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ঘিরে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হিরো আলম ও নুরের প্রসঙ্গে নাছির বলেন, ‘একজন রাজনীতিবিদ হিসেবে বলব, এটা অত্যন্ত দুঃখজনক ও আমাদের জন্য লজ্জাজনক। সবার প্রতি সম্মান রেখেই বলছি, ঢাকা-১৭ আসনে গুলশান-বনানীর মতো এলাকায় হিরো আলমের প্রার্থী হওয়া কি স্বাভাবিক?’
জাতীয় নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর প্রসঙ্গে নাছির বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এসেছেন সামগ্রিক অবস্থা দেখতে। যদিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাঁরা এখনো দেননি। বিদেশি প্রতিনিধিরা হয়তো তাঁদের প্রতিক্রিয়া দেবেন। তবে একটা কথা বলতে চাই, আমরা একটা স্বাধীন দেশ। এখন আমরা অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে আছি। সেই লক্ষ্যও অর্জিত হবে।’
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন বানচালের আশঙ্কা আছে জানিয়ে নাছির বলেন, ‘একটি দল নির্বাচন থেকে সরে এসেছে। তাই তারা শুধু ষড়যন্ত্রেও লিপ্ত। তাদের বলব নির্বাচন বানচালের কোনো ইচ্ছে থাকলে সেখান থেকে সরে আসবেন।’
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আজ ঢাকায় দুটি সমাবেশ। যতটুকু জানি তারা এক দফার সমাবেশ করবেন। আর আরেকটি শান্তি সমাবেশ। নির্বাচন ঘিরে কোনো সহিংস পরিস্থিতি আমরা আন্তরিকভাবে চাই না। ৩৭টি দলকে অনুরোধ করব, রাজনীতিকে রাজনীতিতেই রাখবেন। কোনো সহিংসতাকে যেন উসকে দেওয়া না হয়।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। এ ছাড়া উপস্থিত ছিলেন নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ অনেকে।
রাজনীতিতে নুরুল হক নুর ও হিরো আলমের ‘উত্থানের’ নেপথ্যে বিএনপির ‘হাত’ আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘হিরো আলম বা নুরের মতো তথাকথিত নেতার উত্থান, তথাকথিতই বলব। এদের নেপথ্যে থেকে কারা সহযোগিতা করছে? বিএনপি এটা করছে।’
আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু হলে’ নগর আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় নাছির এসব কথা বলেন। চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ঘিরে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হিরো আলম ও নুরের প্রসঙ্গে নাছির বলেন, ‘একজন রাজনীতিবিদ হিসেবে বলব, এটা অত্যন্ত দুঃখজনক ও আমাদের জন্য লজ্জাজনক। সবার প্রতি সম্মান রেখেই বলছি, ঢাকা-১৭ আসনে গুলশান-বনানীর মতো এলাকায় হিরো আলমের প্রার্থী হওয়া কি স্বাভাবিক?’
জাতীয় নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর প্রসঙ্গে নাছির বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এসেছেন সামগ্রিক অবস্থা দেখতে। যদিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাঁরা এখনো দেননি। বিদেশি প্রতিনিধিরা হয়তো তাঁদের প্রতিক্রিয়া দেবেন। তবে একটা কথা বলতে চাই, আমরা একটা স্বাধীন দেশ। এখন আমরা অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে আছি। সেই লক্ষ্যও অর্জিত হবে।’
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন বানচালের আশঙ্কা আছে জানিয়ে নাছির বলেন, ‘একটি দল নির্বাচন থেকে সরে এসেছে। তাই তারা শুধু ষড়যন্ত্রেও লিপ্ত। তাদের বলব নির্বাচন বানচালের কোনো ইচ্ছে থাকলে সেখান থেকে সরে আসবেন।’
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আজ ঢাকায় দুটি সমাবেশ। যতটুকু জানি তারা এক দফার সমাবেশ করবেন। আর আরেকটি শান্তি সমাবেশ। নির্বাচন ঘিরে কোনো সহিংস পরিস্থিতি আমরা আন্তরিকভাবে চাই না। ৩৭টি দলকে অনুরোধ করব, রাজনীতিকে রাজনীতিতেই রাখবেন। কোনো সহিংসতাকে যেন উসকে দেওয়া না হয়।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। এ ছাড়া উপস্থিত ছিলেন নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ অনেকে।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৭ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৭ ঘণ্টা আগে