রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মদুনা ঘাটসংলগ্ন জিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল বের করলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ জাগির। এ ছাড়া গোলাম আকবর খোন্দকারের কয়েকজন অনুসারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাঁদের নাম জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপিকর্মী বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারীরা মিছিল বের করলে গোলাম আকবর খোন্দকার গ্রুপের প্রভাবশালী নেতা ফজল হকের ছোট ভাই জানে আলমসহ কয়েকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির কর্মী ইউছুপ তালুকদার আজাদী। তিনি বলেন, ‘অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মিছিল বের করি। কয়েক শ নেতা-কর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতভাবে হামলা করে সন্ত্রাসীরা।’
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের কোনো তথ্য পাইনি।’ কেউ থানায় অভিযোগ করেনি বলে দাবি করেন ওসি।
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মদুনা ঘাটসংলগ্ন জিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল বের করলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ জাগির। এ ছাড়া গোলাম আকবর খোন্দকারের কয়েকজন অনুসারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাঁদের নাম জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপিকর্মী বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারীরা মিছিল বের করলে গোলাম আকবর খোন্দকার গ্রুপের প্রভাবশালী নেতা ফজল হকের ছোট ভাই জানে আলমসহ কয়েকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির কর্মী ইউছুপ তালুকদার আজাদী। তিনি বলেন, ‘অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মিছিল বের করি। কয়েক শ নেতা-কর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতভাবে হামলা করে সন্ত্রাসীরা।’
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের কোনো তথ্য পাইনি।’ কেউ থানায় অভিযোগ করেনি বলে দাবি করেন ওসি।
যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ হোসেন আশা হত্যাকাণ্ডের মামলার আসামিদের হাতে ২২ বছর পর তাঁর ভাই আনিসুর রহমান (৫৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে কুপিয়ে জখম করা হলে আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আনিসুরের ফুপাতো ভাই আব্দুস সালাম আহত হয়েছেন
২৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। দুই জেলার শ্রমিকদের পাল্টাপাল্টি মারধরের জেরে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই রুটে কোনো বাস চলাচল করেনি।
১ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অফিসের মালামাল সরিয়েছে অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। এ বিষয়ে এভসেক–এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এপিবিএন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে