দ্য প্রিন্টের প্রতিবেদন

দিল্লির সুরক্ষিত বিশাল বাংলোতে থাকেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯: ১৮
Thumbnail image
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় অবস্থান করছেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা রয়েছে। তবে আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। লোধি গার্ডেনের লুটেনস বাংলো জোনের এক সুরক্ষিত বাড়িতে তাঁকে থাকতে দিয়েছে ভারত সরকার।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার মর্যাদার সঙ্গে মানানসই বিশাল বাংলোর ব্যবস্থা করা হয়েছে। লুটেনসে অবস্থিত এই ধরনের বাংলো সাধারণত মন্ত্রী, বয়োজ্যেষ্ঠ সাংসদ এবং সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নয়াদিল্লির ওই বাড়িতে দুই মাসের বেশি সময় ধরে অবস্থান করছেন বলে দ্য প্রিন্ট দাবি করেছে। তবে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় বাংলোর নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

সূত্রের বরাতে বলা হয়েছে, উপযুক্ত নিরাপত্তা ও প্রটোকল নিয়ে প্রায় সময়ই বাংলো থেকে হাঁটতে বের হন শেখ হাসিনা। তাঁকে ঘিরে শক্তিশালী নিরাপত্তা বলয় রয়েছে। কর্মীরা তাঁকে সার্বক্ষণিক পাহারা দেয়। তবে তাঁরা সাধারণ পোশাকে থাকে। একজন ‘মর্যাদাবান ব্যক্তি’ হিসাবে তাঁকে এই ধরনের সুরক্ষা দেওয়া হচ্ছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানাসহ খুব ঘনিষ্ঠ কয়েকজন ছিলেন। প্রাথমিকভাবে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অবস্থিত হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে তাঁকে বহনকারী বিমানটি।

সেখানে পরে তাঁর সঙ্গে দেখা করেন ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ বেশ কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তা। সূত্রটি আরও জানিয়েছে, ওই বিমানঘাঁটিতে মাত্র দুয়েকদিন ছিলেন শেখ হাসিনা। তারপরই নয়াদিল্লিতে চলে যান।

সূত্রটি বলেছে, ‘তিনি বেশিক্ষণ বিমানঘাঁটিতে থাকতে পারতেন না। কারণ, সেখানে পর্যাপ্ত আবাসন সুবিধা ছিল না। তাই কয়েক দিনের মধ্যে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে দিল্লির লুটেনসে নিরাপদ ও সুরক্ষিত এলাকায় তাঁর জন্য বাড়ির ব্যবস্থা করা হয়।’

নয়াদিল্লির ওই এলাকা বেশ সুরক্ষিত। ভারতের সাবেক ও বর্তমান অনেক সাংসদ সেখানে বসবাস করছেন। শেখ হাসিনা বাড়ি থেকে বাইরে বের হন কিনা জানতে চাইলে সূত্রটি বলেছে, ‘কোনো প্রয়োজন হলে মূল নিরাপত্তা বাহিনীকে জানানো হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’

প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশ সরকারের কাছে প্রকাশ করেনি ভারত সরকার। গত আগস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বলেছিলেন, হাসিনা ‘কিছু সময়ের জন্য’ ভারতে থাকার অনুমোদন চেয়েছিলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নিরাপত্তা কারণে শেখ হাসিনা ‘শর্ট নোটিস’ ভারতে এসেছেন এবং একই কারণে এখানে অবস্থান করবেন।

শেখ হাসিনার সঙ্গে শেখ রেহানাও ওই বাংলোতে অবস্থান করছেন কিনা, সেই বিষয়ে কোনো তথ্য জানা সম্ভব হয়নি। হাসিনার অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা পাঠিয়েছে দ্য প্রিন্ট। নতুন কোনো তথ্য পেলে প্রতিবেদন হালনাগাদ করা হবে বলে জানানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহবাগ মেট্রো স্টেশনের নিচে পথশিশু ধর্ষণের শিকার

কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলাচ্ছে বিএসএফ

মতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা, আহত অনেকে

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত