নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এক যুগ পর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৭ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল এই আদেশ দেন।
আসামিরা হলেন-মোহাম্মদ তৌহিদ, আবদুল জলিল, শাহ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, দীল মোহাম্মদ প্রকাশ দ্বীন মোহাম্মদ, আবদুল আজিজ, মোহাম্মদ ইলিয়াছ, মাহমুদুল হক প্রকাশ কালা মাদু, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, জাগির প্রকাশ জাকির হোসেন, লেদু প্রকাশ জয়নাল আবেদীন, লতিফ প্রকাশ লতু, সাতকানিয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোনাফ, ওসমান গণি চৌধুরী, আবু তাহের ও সারোয়ার সালাম।
মামলার বাদীপক্ষের আইনজীবী শুভাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ এক যুগ আগে সংঘটিত চেয়ারম্যান নুরুল আবছার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলায় আসামিদের বিচার শুরু হলো।’
তথ্য মতে, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারকে। পরে এ ঘটনায় নিহতের বাবা আহমেদ হোসেন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে এবং রাজনৈতিক কারণে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোনাফ, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওসমান গণি চৌধুরী, মো. সারওয়ার সালাম ও আবু তাহেরের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণেই মূলত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে আসে।
মামলার দীর্ঘ তদন্ত শেষে সাতকানিয়া সার্কেলের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ২০১৮ সালে ১৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে এজাহারভুক্ত আসামি মোনাফ, ওসমান গণিকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেন।
পরে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন বাদী। বাদীর নারাজি আবেদন আংশিক গ্রহণ করে চট্টগ্রামের তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায় আব্দুল মোনাফ, ওসমান গণি, আবু তাহের, সারোয়ার সালামকে বিচারের আওতায় আনার আদেশ দেন।
এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ / ৩৪ ধারায় বিচার শুরুর আদেশ দিলেন বিচারক মো. রবিউল আউয়াল।
এক যুগ পর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৭ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল এই আদেশ দেন।
আসামিরা হলেন-মোহাম্মদ তৌহিদ, আবদুল জলিল, শাহ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, দীল মোহাম্মদ প্রকাশ দ্বীন মোহাম্মদ, আবদুল আজিজ, মোহাম্মদ ইলিয়াছ, মাহমুদুল হক প্রকাশ কালা মাদু, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, জাগির প্রকাশ জাকির হোসেন, লেদু প্রকাশ জয়নাল আবেদীন, লতিফ প্রকাশ লতু, সাতকানিয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোনাফ, ওসমান গণি চৌধুরী, আবু তাহের ও সারোয়ার সালাম।
মামলার বাদীপক্ষের আইনজীবী শুভাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ এক যুগ আগে সংঘটিত চেয়ারম্যান নুরুল আবছার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলায় আসামিদের বিচার শুরু হলো।’
তথ্য মতে, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারকে। পরে এ ঘটনায় নিহতের বাবা আহমেদ হোসেন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে এবং রাজনৈতিক কারণে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোনাফ, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওসমান গণি চৌধুরী, মো. সারওয়ার সালাম ও আবু তাহেরের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণেই মূলত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে আসে।
মামলার দীর্ঘ তদন্ত শেষে সাতকানিয়া সার্কেলের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ২০১৮ সালে ১৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে এজাহারভুক্ত আসামি মোনাফ, ওসমান গণিকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেন।
পরে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন বাদী। বাদীর নারাজি আবেদন আংশিক গ্রহণ করে চট্টগ্রামের তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায় আব্দুল মোনাফ, ওসমান গণি, আবু তাহের, সারোয়ার সালামকে বিচারের আওতায় আনার আদেশ দেন।
এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ / ৩৪ ধারায় বিচার শুরুর আদেশ দিলেন বিচারক মো. রবিউল আউয়াল।
নির্মাণকাজের দায়িত্ব পাওয়া বেসরকারি আবাসনপ্রতিষ্ঠান কম্প্রিহেনসিভ হোল্ডিংস ছয় দফা সময় বাড়িয়েও কাজ শেষ না করায় বিপাকে পড়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)।
২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২৬ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগে